চট্টগ্রামের পটিয়ায় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় পটিয়া থানার ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) সকালে ছাত্রজনতার ব্যানারে পটিয়া ব্লকেড কর্মসূচি দিয়ে থানা ঘেরাও করা হয়। এরপর ইন্দ্রপুল এলাকায় অবরোধ করা হয় মহাসড়ক। এ সময় টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বলেন্সসহ জরুরি গাড়ি যেতে দেয়া হয়। এদিকে, একই দাবিতে ডিআইজি অফিস ঘেরাও করে এনসিপি নেতাকর্মীরা।
অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, যান চলাচল করতে না পারায় অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দীপংকর দেকে বৈষম্যবিরোধী ছাত্ররা আটক করে থানায় নিয়ে গেলে পুলিশ তাকে নিতে অনীহা প্রকাশ করায় বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছাত্রদের ওপর দুই দফায় লাঠিচার্জ করা হয়। আহত হয় অন্তত ১৫ জন।