তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিলে জুলাই-আগস্টের আন্দোলন সফল হতো কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
মঙ্গলবার (১ জুলাই) সাভারের ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র-জনতার সফল আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, যারা আজ বড় বড় কথা বলেন, তাদের অনেকেই ভুলে যান- এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বিএনপি। ১৭ বছর গুম-খুনের শিকার হয়েও নেতাকর্মীরা পিছু হটেনি।
গণঅভ্যুত্থান একদিন কিংবা এক মাসের আন্দোলনের সফল হয় মন্তব্য করে তিনি বলেন, এ জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।