ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় ভ্যান চালক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৪ Logo জাতীয় ক্যান্সার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দেবে জামায়াত: ডা. খালিদুজ্জামান Logo চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে : ইসি সচিব Logo ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা Logo ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ডাকসুর কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হচ্ছেন বাগেরহাটের অপু Logo জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ট্রাম্প Logo গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভে উত্তাল ইসরায়েল Logo চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের Logo ১৫ আগস্টের শ্রদ্ধার আড়ালে ঘটেছে ভয়াবহ ষড়যন্ত্র : জুলকারনাইন সায়ের

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বোমার চালানে ৭ হাজারেরও বেশি বোমার গাইডেন্স কিট রয়েছে। এই কিটগুলো ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন’ ধরনের দুটি ভিন্ন মডেলের বোমাকে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড বা নির্দেশিত অস্ত্রে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের ওপর সাম্প্রতিক হামলায় ব্যাপক পরিমাণ গোলাবারুদ ব্যবহারের পর নতুন করে এসব অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করা হচ্ছে।

ওয়াশিংটনে অবস্থিত ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, অস্ত্র বিক্রির এই প্রস্তাব কংগ্রেসে পাঠানো হয়েছে। কংগ্রেস অনুমোদন দিলেই চূড়ান্তভাবে বিক্রয় কার্যক্রম শুরু হবে।

সোমবার (৩০ জুন) মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, “এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয় ইসরায়েলের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসংখ্যা কেন্দ্রগুলো রক্ষা করার ক্ষমতা উন্নত করে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করবে।”

বিবৃতিতে আরো বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন জাতীয় স্বার্থের জন্য ইসরায়েলকে একটি শক্তিশালী এবং প্রস্তুত আত্মরক্ষা ক্ষমতা বিকাশ ও বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবিত বিক্রয় সেই উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। দেশটি ইরান-সমর্থিত গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সাহায্য করছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভ্যান চালক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৪

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বোমার চালানে ৭ হাজারেরও বেশি বোমার গাইডেন্স কিট রয়েছে। এই কিটগুলো ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন’ ধরনের দুটি ভিন্ন মডেলের বোমাকে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড বা নির্দেশিত অস্ত্রে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের ওপর সাম্প্রতিক হামলায় ব্যাপক পরিমাণ গোলাবারুদ ব্যবহারের পর নতুন করে এসব অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করা হচ্ছে।

ওয়াশিংটনে অবস্থিত ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, অস্ত্র বিক্রির এই প্রস্তাব কংগ্রেসে পাঠানো হয়েছে। কংগ্রেস অনুমোদন দিলেই চূড়ান্তভাবে বিক্রয় কার্যক্রম শুরু হবে।

সোমবার (৩০ জুন) মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, “এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয় ইসরায়েলের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসংখ্যা কেন্দ্রগুলো রক্ষা করার ক্ষমতা উন্নত করে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করবে।”

বিবৃতিতে আরো বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন জাতীয় স্বার্থের জন্য ইসরায়েলকে একটি শক্তিশালী এবং প্রস্তুত আত্মরক্ষা ক্ষমতা বিকাশ ও বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবিত বিক্রয় সেই উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। দেশটি ইরান-সমর্থিত গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সাহায্য করছে।