ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

দুস্থ নারীদের মাঝে বিতরণ করা চালের বস্তায় শেখ হাসিনার নামসহ স্লোগান

ঢাকাভয়েস ডেক্স:ফেনীর সোনাগাজীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় চালের বস্তায় এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসহ স্লোগান লেখা রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

জানা গেছে, রোববার (২৯ জুন) সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি বস্তায় কালো কালি দিয়ে বড় অক্ষরে লেখা ছিল ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

 

 

নবাবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমরা যা পেয়েছি তাই বিতরণ করেছি। চালের বস্তাগুলোতেই ওই স্লোগান লেখা ছিল। বিতরণকালে উপস্থিত অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আমরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারিনি।’

 

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়নের ১১৬ জন উপকারভোগীকে জুন মাসের বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে এবং বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা ছিল। তবে কেন এমন বস্তা এসেছে তা আমাদের জানা নেই।’

 

 

সোনাগাজী উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মঞ্জুর আহমেদ এ বিষয়ে বলেন, ‘চালের বস্তাগুলো শেখ হাসিনার শাসনামলের। তখন গুদামে অনেক চালের বস্তা সংরক্ষিত ছিল। সেগুলো এখন বিতরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’

 

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবদিন বাবলু এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক এবং অবাঞ্ছনীয় একটি ঘটনা। এটি কোনোভাবেই কাম্য নয়। একটি নিরপেক্ষ সরকারি সহায়তা কার্যক্রমে রাজনৈতিক স্লোগান লেখা চালের বস্তা ব্যবহার করা জনসচেতনতা ও প্রশাসনিক দায়বদ্ধতার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড সরকারের ব্যর্থতা এবং স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।

ঢাকাভয়েস২৪/সাদিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

দুস্থ নারীদের মাঝে বিতরণ করা চালের বস্তায় শেখ হাসিনার নামসহ স্লোগান

আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

ঢাকাভয়েস ডেক্স:ফেনীর সোনাগাজীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় চালের বস্তায় এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসহ স্লোগান লেখা রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

জানা গেছে, রোববার (২৯ জুন) সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি বস্তায় কালো কালি দিয়ে বড় অক্ষরে লেখা ছিল ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

 

 

নবাবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমরা যা পেয়েছি তাই বিতরণ করেছি। চালের বস্তাগুলোতেই ওই স্লোগান লেখা ছিল। বিতরণকালে উপস্থিত অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আমরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারিনি।’

 

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়নের ১১৬ জন উপকারভোগীকে জুন মাসের বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে এবং বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা ছিল। তবে কেন এমন বস্তা এসেছে তা আমাদের জানা নেই।’

 

 

সোনাগাজী উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মঞ্জুর আহমেদ এ বিষয়ে বলেন, ‘চালের বস্তাগুলো শেখ হাসিনার শাসনামলের। তখন গুদামে অনেক চালের বস্তা সংরক্ষিত ছিল। সেগুলো এখন বিতরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’

 

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবদিন বাবলু এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক এবং অবাঞ্ছনীয় একটি ঘটনা। এটি কোনোভাবেই কাম্য নয়। একটি নিরপেক্ষ সরকারি সহায়তা কার্যক্রমে রাজনৈতিক স্লোগান লেখা চালের বস্তা ব্যবহার করা জনসচেতনতা ও প্রশাসনিক দায়বদ্ধতার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড সরকারের ব্যর্থতা এবং স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।

ঢাকাভয়েস২৪/সাদিক