ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ব্লাড ডোনার লিস্ট Logo বিমান দুর্ঘটনায় আহতদের জরুরি রক্তের জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন চালু Logo প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ছাত্রদলের জরুরি মেডিকেল টিম গঠন Logo মানুষের পাশে দাঁড়ান, প্রচুর রক্ত লাগবে : সিবগাতুল্লাহ Logo উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট বেঁচে আছেন, পালস পেয়েছেন চিকিৎসকরা Logo উত্তরায় বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ প্রায় ৩০ জন জাতীয় বার্ন ইউনিটে Logo বিমানবিধ্বস্ত উদ্ধারে কাজে জামায়তের কর্মীদের র্নিদেশ Logo বিমানবিধ্বস্ত উদ্ধারে কাজে অংশ গ্রহণ করতে জামায়তের কর্মীদের র্নিদেশ Logo উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় বিমানটি  Logo উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

সুন্দরগঞ্জে নিখোঁজের একদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে নিখোঁজের একদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই সঙ্গে ঐ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড়  গ্রামের মোঃ শহিদুল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল মন্ডল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ নিহত আরিফুল মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যায় এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো.সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ব্লাড ডোনার লিস্ট

সুন্দরগঞ্জে নিখোঁজের একদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই সঙ্গে ঐ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড়  গ্রামের মোঃ শহিদুল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল মন্ডল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ নিহত আরিফুল মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যায় এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো.সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।