ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ছবি টয়লেটে, বাগেরহাটে উত্তাল বিএনপি

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে একটি টয়লেটে বিএনপি নেতাদের ছবি সংবলিত প্যানা ব্যবহার করায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।

অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপুর মালিকানাধীন মৎস্য খামারে নির্মিত টয়লেটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যাবহার করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে টয়লেটটি ভেঙে ফেলেন।

বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা টিপু ঘোষণা দিয়েছিলেন তারেক রহমানের ছবি সংবলিত প্যানা ব্যবহার করে টয়লেট বানালে তিনি নিজের খামারে ঘর তোলার অনুমতি দেবেন। সেই ঘোষণা অনুযায়ী কাড়াপাড়া ইউনিয়নের শোয়েব ফকির ওই প্যানা ব্যবহার করেন।

এ ঘটনায় ডেমা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ‘তারেক রহমানকে অপমান করে আজাদ ফিরোজ টিপু রাজনৈতিক সীমালঙ্ঘন করেছেন।’ তাঁরা আজাদ টিপু ও শোয়েব ফকিরকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের অবরোধ কর্মসূচি আজ

তারেক রহমানের ছবি টয়লেটে, বাগেরহাটে উত্তাল বিএনপি

আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে একটি টয়লেটে বিএনপি নেতাদের ছবি সংবলিত প্যানা ব্যবহার করায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।

অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপুর মালিকানাধীন মৎস্য খামারে নির্মিত টয়লেটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যাবহার করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে টয়লেটটি ভেঙে ফেলেন।

বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা টিপু ঘোষণা দিয়েছিলেন তারেক রহমানের ছবি সংবলিত প্যানা ব্যবহার করে টয়লেট বানালে তিনি নিজের খামারে ঘর তোলার অনুমতি দেবেন। সেই ঘোষণা অনুযায়ী কাড়াপাড়া ইউনিয়নের শোয়েব ফকির ওই প্যানা ব্যবহার করেন।

এ ঘটনায় ডেমা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ‘তারেক রহমানকে অপমান করে আজাদ ফিরোজ টিপু রাজনৈতিক সীমালঙ্ঘন করেছেন।’ তাঁরা আজাদ টিপু ও শোয়েব ফকিরকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।