ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ Logo রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার Logo চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত Logo সম্মান জোর করে অর্জনের বিষয় নয়: শিবির সভাপতি Logo থানা হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা, কেউ যেন অপমানিত না হয়: আইজিপি Logo ইউএনওকে ধমকালেন বিএনপি নেতা, অডিও ভাইরাল Logo জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ Logo ডেঙ্গুতে জুলাই মাসেই মৃত্যু ৪১ জনের Logo এখন পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক Logo ১২০তম প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেলো যেসব নম্বর

যে মামলা ঘিরে দেশ ছাড়তে বাধ্য হন এস কে সিনহা, তা স্থগিত করলেন আপিল বিভাগ

ঢাকাভয়েস ডেস্ক:বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলার নাম মাসদার হোসেন মামলা। আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু ১/১১ সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়।

১৯৯৯ সালে দেয়া এ মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক। কাজেই শৃঙ্খলা বিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার। শেষে দেশ ছাড়তে বাধ্য হন।

যদিও এস কে সিনহা চলে যাবার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেওয়া হয়।

 

আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেলো মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার যার রায় দিলেন আপিল বিভাগ।

মাসদার হোসেন মামলার রিভিউয়ের আইনজীবী শিশির মনির বলেন, অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ ছিল সেজন্য শৃঙ্খলা বিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটি প্রশ্ন ছিল, যে সুপ্রিম কোর্টের এই আদেশকে রেখে হাইকোর্ট এই মামলার শুনানি করতে পারবে কি না। আজকের এই আদেশের ফলে সেই বাধাটাও দূরীভূত হলো। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাহলে এ ধরণের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোন ভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্যেই আমরা এই আদেশের রিভিউ চেয়েছিলাম।

এ রায়ের ফলে কি হবে তা জানতো চাইলে আইনজীবী শিশির মনির বললেন, এখন ১১৬ অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোন বাধা নেই।

কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় এস কে সিনহার, তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস কে সিনহা। সেটি আপিল বিভাগে তুলে ধরা হয়।

ঢাকাভয়েস২৪/সাদিক

ট্যাগস :

জুলাই অভ্যুত্থানে ৯ দফার আদ্যপ্রান্ত জানালেন সাংবাদিক অন্তু মুজাহিদ

যে মামলা ঘিরে দেশ ছাড়তে বাধ্য হন এস কে সিনহা, তা স্থগিত করলেন আপিল বিভাগ

আপডেট সময় ০৩:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ঢাকাভয়েস ডেস্ক:বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলার নাম মাসদার হোসেন মামলা। আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু ১/১১ সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়।

১৯৯৯ সালে দেয়া এ মামলার রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক। কাজেই শৃঙ্খলা বিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে। এই মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার। শেষে দেশ ছাড়তে বাধ্য হন।

যদিও এস কে সিনহা চলে যাবার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেওয়া হয়।

 

আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেলো মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার যার রায় দিলেন আপিল বিভাগ।

মাসদার হোসেন মামলার রিভিউয়ের আইনজীবী শিশির মনির বলেন, অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ ছিল সেজন্য শৃঙ্খলা বিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটি প্রশ্ন ছিল, যে সুপ্রিম কোর্টের এই আদেশকে রেখে হাইকোর্ট এই মামলার শুনানি করতে পারবে কি না। আজকের এই আদেশের ফলে সেই বাধাটাও দূরীভূত হলো। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাহলে এ ধরণের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোন ভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্যেই আমরা এই আদেশের রিভিউ চেয়েছিলাম।

এ রায়ের ফলে কি হবে তা জানতো চাইলে আইনজীবী শিশির মনির বললেন, এখন ১১৬ অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোন বাধা নেই।

কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় এস কে সিনহার, তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস কে সিনহা। সেটি আপিল বিভাগে তুলে ধরা হয়।

ঢাকাভয়েস২৪/সাদিক