ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলো পাকিস্তান Logo ছাত্রদল নেতার ইয়াবা লুটের ঘটনায় তোলপাড় Logo আমরা বার্তা পেয়েছি, আগামী রমজানের আগে নির্বাচন হবে: রুমিন ফারহানা Logo কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা Logo মালয়েশিয়ায় ৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ,নিহত ২ Logo বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে রিভিউ আবেদনের আদেশ স্থগিত Logo মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনায় মধ্যরাতে আসিফ মাহমুদের স্ট্যাটাস Logo থানায় অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাথমিক তদন্ত বিধান করতে যাচ্ছে সরকার Logo মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার Logo কুমিল্লায় ধর্ষণের ঘটনায় আটক ৩, ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত

কুমিল্লায় ধর্ষণের ঘটনায় আটক ৩, ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত

কুমিল্লার মুরাদনগরে এক নারীর ওপর ধর্ষণের ঘটনায় ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) দিবাগতরাত দেড়টার দিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করেন অভিযুক্ত ফজর আলী (৩৮)। তিনি ওই গ্রামের শহিদ মিয়ার ছেলে। স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করলেও পরে সে পালিয়ে যায়।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পরদিন, শুক্রবার (২৭ জুন) বিকেলে ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়।

মামলার পরপরই পুলিশ অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এবং ভিডিও ছড়িয়ে দেয়া ব্যক্তিদের শনাক্ত করে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ভিকটিমের পরিবার ও স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলো পাকিস্তান

কুমিল্লায় ধর্ষণের ঘটনায় আটক ৩, ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত

আপডেট সময় ০৮:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

কুমিল্লার মুরাদনগরে এক নারীর ওপর ধর্ষণের ঘটনায় ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) দিবাগতরাত দেড়টার দিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করেন অভিযুক্ত ফজর আলী (৩৮)। তিনি ওই গ্রামের শহিদ মিয়ার ছেলে। স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করলেও পরে সে পালিয়ে যায়।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পরদিন, শুক্রবার (২৭ জুন) বিকেলে ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়।

মামলার পরপরই পুলিশ অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এবং ভিডিও ছড়িয়ে দেয়া ব্যক্তিদের শনাক্ত করে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ভিকটিমের পরিবার ও স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।