ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা Logo ‘শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে’

বাগেরহাটে জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে নিহত বৃদ্ধ ব্যবসায়ী

বাগেরহাটের মোরেলগঞ্জে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে নির্মল মণ্ডল (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে একটি বালুবাহী জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ব্রিজের এক পাশে। এতে ব্রিজের একটি অংশ ভেঙে নিচে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলারের ওপর পড়ে। ট্রলারটিতে ছিলেন নির্মল মণ্ডল, যিনি স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে সবজি বিক্রি করে আসছিলেন। ভাঙা ব্রিজের অংশ তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নির্মল মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুলচন্দ্র মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো সেদিনও বাজার শেষে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবুর রহমান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রলারের ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, নদীপথে চলাচলকারী জাহাজগুলোর অসতর্কতা ও ব্রিজের দুর্বল অবকাঠামোই এ দুর্ঘটনার জন্য দায়ী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার হয়নি, ফলে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, ব্রিজটির দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

বাগেরহাটে জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে নিহত বৃদ্ধ ব্যবসায়ী

আপডেট সময় ১২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে নির্মল মণ্ডল (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে একটি বালুবাহী জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ব্রিজের এক পাশে। এতে ব্রিজের একটি অংশ ভেঙে নিচে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলারের ওপর পড়ে। ট্রলারটিতে ছিলেন নির্মল মণ্ডল, যিনি স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে সবজি বিক্রি করে আসছিলেন। ভাঙা ব্রিজের অংশ তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নির্মল মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুলচন্দ্র মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো সেদিনও বাজার শেষে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবুর রহমান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রলারের ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, নদীপথে চলাচলকারী জাহাজগুলোর অসতর্কতা ও ব্রিজের দুর্বল অবকাঠামোই এ দুর্ঘটনার জন্য দায়ী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার হয়নি, ফলে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, ব্রিজটির দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।