ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের Logo সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে Logo চবির আবাসিক হলে ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষে দুই বহিরাগত সনাক্ত Logo পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের Logo ‘আগে শিক্ষার্থীরা নেতাদের গুনে চলতে হতো, রাকসু হওয়ার পর নেতৃত্ব দিতে শিখবে’ Logo সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু Logo ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ Logo জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক Logo আজ থেকে শুরু শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি,আসছে কর্মবিরতির ঘোষণা Logo সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই: জামায়াত আমির

আগস্ট আন্দোলনে ছাত্রলীগের পক্ষে শিক্ষার্থীদের ওপর হামলাকারী হলেন কলেজ ছাত্রদলের সভাপতি

ঢাকাভয়েস ডেক্স: সম্প্রতি সাতক্ষীরায় সব সরকারি-বেসরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাতক্ষীরা সিটি কলেজ। এই শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয়েছে হেদায়েতুল কবির হৃদয়কে। তবে তাকে সভাপতি করার পর থেকে সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন। তারা এটাকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের পুনর্বাসন হিসেবে আখ্যায়িত করেছেন।

জানা গেছে, হেদায়েতুল কবির গত বছর ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির (বর্তমানে নিষিদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

হৃদয়ের বাবা মহাব্বত কবির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা জানিয়েছেন, এই কলেজের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ জামান। তিনি সিটি কলেজ ছাত্রদলের কমিটি গঠনে ব্যাপক অনিয়ম করেছেন। কমিটির যাকে সভাপতি করা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালান।

অভিযোগ করে তারা আরও বলেন, কমিটিতে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনিও কখনো ছাত্রদল করেননি। তাকে তৃণমূল নেতাকর্মীরা কেউ চেনেন না। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। কেন্দ্রীয় নেতা সিটি কলেজের দায়িত্বপ্রাপ্ত সাহেদ ব্যাপক পরিমাণে অর্থের বিনিময়ে অছাত্র এবং আগে ছাত্রলীগ করত বা কখনোই ছাত্রদল করেনি, তাদের দিয়ে সিটি কলেজ ছাত্রদলের কমিটি করেছেন।

 

এর আগে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, শ্রমিক লীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিলেন পদবঞ্চিতরা। গত ২১ জুন বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাফায়াল মোড়ল। তিনি বলেন, সম্প্রতি খুলনা বিভাগীয় টিম অগণতান্ত্রিকভাবে, ব্যাপক পরিমাণ অর্থের বিনিময়ে ও সাবেক এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার সুপারিশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে। এই কলেজের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাহেদ জামান। প্রকৃত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধু সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লঙ্ঘনই নয় বরং মাঠপর্যায়ে ছাত্রদলের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীদের চরম অপমান। এই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার বিক্ষুব্ধ ছাত্রদল পরিবারের তৈয়েবুর রহমান, হুমায়ুন কবির, শাকিব প্রমুখ।

এদিকে আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত কলেজ ছাত্রদলের নেতারা। তারা বিগত সময়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে, এমন ব্যক্তি রয়েছে গুরুত্বপূর্ণ পদে; বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

ঢাকাভয়েস২৪/সাদিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের

আগস্ট আন্দোলনে ছাত্রলীগের পক্ষে শিক্ষার্থীদের ওপর হামলাকারী হলেন কলেজ ছাত্রদলের সভাপতি

আপডেট সময় ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

ঢাকাভয়েস ডেক্স: সম্প্রতি সাতক্ষীরায় সব সরকারি-বেসরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাতক্ষীরা সিটি কলেজ। এই শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয়েছে হেদায়েতুল কবির হৃদয়কে। তবে তাকে সভাপতি করার পর থেকে সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন। তারা এটাকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের পুনর্বাসন হিসেবে আখ্যায়িত করেছেন।

জানা গেছে, হেদায়েতুল কবির গত বছর ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির (বর্তমানে নিষিদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

হৃদয়ের বাবা মহাব্বত কবির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা জানিয়েছেন, এই কলেজের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ জামান। তিনি সিটি কলেজ ছাত্রদলের কমিটি গঠনে ব্যাপক অনিয়ম করেছেন। কমিটির যাকে সভাপতি করা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালান।

অভিযোগ করে তারা আরও বলেন, কমিটিতে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনিও কখনো ছাত্রদল করেননি। তাকে তৃণমূল নেতাকর্মীরা কেউ চেনেন না। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। কেন্দ্রীয় নেতা সিটি কলেজের দায়িত্বপ্রাপ্ত সাহেদ ব্যাপক পরিমাণে অর্থের বিনিময়ে অছাত্র এবং আগে ছাত্রলীগ করত বা কখনোই ছাত্রদল করেনি, তাদের দিয়ে সিটি কলেজ ছাত্রদলের কমিটি করেছেন।

 

এর আগে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, শ্রমিক লীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিলেন পদবঞ্চিতরা। গত ২১ জুন বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাফায়াল মোড়ল। তিনি বলেন, সম্প্রতি খুলনা বিভাগীয় টিম অগণতান্ত্রিকভাবে, ব্যাপক পরিমাণ অর্থের বিনিময়ে ও সাবেক এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার সুপারিশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে। এই কলেজের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাহেদ জামান। প্রকৃত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধু সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লঙ্ঘনই নয় বরং মাঠপর্যায়ে ছাত্রদলের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীদের চরম অপমান। এই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার বিক্ষুব্ধ ছাত্রদল পরিবারের তৈয়েবুর রহমান, হুমায়ুন কবির, শাকিব প্রমুখ।

এদিকে আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত কলেজ ছাত্রদলের নেতারা। তারা বিগত সময়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে, এমন ব্যক্তি রয়েছে গুরুত্বপূর্ণ পদে; বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

ঢাকাভয়েস২৪/সাদিক