ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) Logo অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব: মির্জা ফখরুল Logo মাইলস্টোনে আহত-নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন Logo মাইলস্টোনের মূল ফটকে তালা, বাইরে উৎসুক জনতার ভিড় Logo নামজারি খারিজ করতে পাঁচ স্তরে দিতে হয় অতিরিক্ত টাকা Logo অনেক শাসন দেখেছি এগুলো শাসন ছিল না শোষণ ছিল-ডা. শফিকুর রহমান Logo নবীনগরে র‍্যাবের অভিযান: আলিয়াবাদ গোল চত্বর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার Logo গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত-সংহত থাকতে বললেন তারেক রহমান Logo সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ Logo খুব সহজে দক্ষিণ আফ্রিকাকে হারালো নিউজিল্যান্ড

৮৫ বছরে পদার্পণ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

আজ ২৮ জুন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক ড. মুহাম্মাদ ইউনুসের ৮৫তম জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম নেওয়া এই মনীষী বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন “দারিদ্র্যের ব্যাংকার” হিসেবে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্রঋণ ধারণাকে বাস্তব রূপ দিয়ে তিনি বৈশ্বিক অর্থনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেন।

বর্তমানে ড. ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৮ আগস্ট এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। জাতীয় সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। তাঁর ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জন্মদিন উপলক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে ড. ইউনুসকে শুভেচ্ছা জানানো হয়েছে। রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্য, সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়।

ড. ইউনুস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার লেখা ‘Banker to the Poor’ বইটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। তিনি ‘সামাজিক ব্যবসা’ ধারণার প্রবক্তা, যা লাভ নয়, বরং সামাজিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেয়।

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও, দেশের অভ্যন্তরে কিছু বিতর্ক ও সমালোচনাও তার কর্মজীবনকে ছুঁয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের প্রশাসনিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতবিরোধ ছিল আলোচিত। তবে এতসব পেরিয়ে তিনি আজও একজন প্রভাবশালী চিন্তাবিদ ও নীতিনির্ধারক হিসেবে সম্মানিত।
বলা যায়, ৮৫ বছর বয়সেও ড. মুহাম্মাদ ইউনুস শুধু একজন স্মৃতিচারণীয় ব্যক্তিত্ব নন—বরং এখনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্বে রয়েছেন। তার জন্মদিনে জাতি তাকে অভিনন্দন জানায় এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তার অব্যাহত ভূমিকার প্রত্যাশা করে।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)

৮৫ বছরে পদার্পণ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

আপডেট সময় ০৭:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

আজ ২৮ জুন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক ড. মুহাম্মাদ ইউনুসের ৮৫তম জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম নেওয়া এই মনীষী বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন “দারিদ্র্যের ব্যাংকার” হিসেবে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্রঋণ ধারণাকে বাস্তব রূপ দিয়ে তিনি বৈশ্বিক অর্থনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেন।

বর্তমানে ড. ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৮ আগস্ট এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। জাতীয় সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। তাঁর ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জন্মদিন উপলক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে ড. ইউনুসকে শুভেচ্ছা জানানো হয়েছে। রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্য, সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়।

ড. ইউনুস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার লেখা ‘Banker to the Poor’ বইটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। তিনি ‘সামাজিক ব্যবসা’ ধারণার প্রবক্তা, যা লাভ নয়, বরং সামাজিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেয়।

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও, দেশের অভ্যন্তরে কিছু বিতর্ক ও সমালোচনাও তার কর্মজীবনকে ছুঁয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের প্রশাসনিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতবিরোধ ছিল আলোচিত। তবে এতসব পেরিয়ে তিনি আজও একজন প্রভাবশালী চিন্তাবিদ ও নীতিনির্ধারক হিসেবে সম্মানিত।
বলা যায়, ৮৫ বছর বয়সেও ড. মুহাম্মাদ ইউনুস শুধু একজন স্মৃতিচারণীয় ব্যক্তিত্ব নন—বরং এখনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্বে রয়েছেন। তার জন্মদিনে জাতি তাকে অভিনন্দন জানায় এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তার অব্যাহত ভূমিকার প্রত্যাশা করে।