ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা Logo নীতি পরিপন্থী কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগ Logo ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয় Logo শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার Logo গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ Logo দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুরে বিএনপির ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব Logo নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে Logo এবার জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে তারিকুল-নিগার সুলতানা দম্পতি Logo ফটিকছড়িতে ৩ কিশোরকে গণপিটুনি, ঘটনাস্থলে একজনের মৃত্যু

খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা

 

ঢাকাভয়েস ডেক্স:বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান।

শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ ও গুলি করে তা পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ ঘটনায় বাদি শফিকুল আলম তুহিনসহ ৫০-৬০ জন আহত হন। ওই সময়ে ৯ জনকে আটক করা হয়। শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারের অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, শেখ সোহেলসহ তার অপর দুই ভাই। সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগ নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ ছাড়া এজাহারে একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যমকর্মীর নামও রয়েছে।

বাদি এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ১৯ মে বিকেলে খুলনা প্রেসক্লাবের পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্রসহ অর্তকিত হামলা চালায়। পরবতী সময়ে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের তাণ্ডবে গোটা অনুষ্ঠানস্থল ও এর আশাপাশ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাদিসহ কয়েকজন সিনিয়র নেতাকে কয়েক ঘণ্টা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

ঢাকাভয়েস২৪/সাদিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

ঢাকাভয়েস ডেক্স:বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান।

শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ ও গুলি করে তা পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ ঘটনায় বাদি শফিকুল আলম তুহিনসহ ৫০-৬০ জন আহত হন। ওই সময়ে ৯ জনকে আটক করা হয়। শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারের অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, শেখ সোহেলসহ তার অপর দুই ভাই। সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগ নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ ছাড়া এজাহারে একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যমকর্মীর নামও রয়েছে।

বাদি এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ১৯ মে বিকেলে খুলনা প্রেসক্লাবের পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্রসহ অর্তকিত হামলা চালায়। পরবতী সময়ে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের তাণ্ডবে গোটা অনুষ্ঠানস্থল ও এর আশাপাশ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাদিসহ কয়েকজন সিনিয়র নেতাকে কয়েক ঘণ্টা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

ঢাকাভয়েস২৪/সাদিক