ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা

 

ঢাকাভয়েস ডেক্স:বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান।

শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ ও গুলি করে তা পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ ঘটনায় বাদি শফিকুল আলম তুহিনসহ ৫০-৬০ জন আহত হন। ওই সময়ে ৯ জনকে আটক করা হয়। শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারের অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, শেখ সোহেলসহ তার অপর দুই ভাই। সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগ নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ ছাড়া এজাহারে একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যমকর্মীর নামও রয়েছে।

বাদি এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ১৯ মে বিকেলে খুলনা প্রেসক্লাবের পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্রসহ অর্তকিত হামলা চালায়। পরবতী সময়ে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের তাণ্ডবে গোটা অনুষ্ঠানস্থল ও এর আশাপাশ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাদিসহ কয়েকজন সিনিয়র নেতাকে কয়েক ঘণ্টা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

ঢাকাভয়েস২৪/সাদিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

ঢাকাভয়েস ডেক্স:বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান।

শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ ও গুলি করে তা পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ ঘটনায় বাদি শফিকুল আলম তুহিনসহ ৫০-৬০ জন আহত হন। ওই সময়ে ৯ জনকে আটক করা হয়। শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারের অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল, শেখ সোহেলসহ তার অপর দুই ভাই। সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগ নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ ছাড়া এজাহারে একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যমকর্মীর নামও রয়েছে।

বাদি এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ১৯ মে বিকেলে খুলনা প্রেসক্লাবের পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্রসহ অর্তকিত হামলা চালায়। পরবতী সময়ে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের তাণ্ডবে গোটা অনুষ্ঠানস্থল ও এর আশাপাশ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাদিসহ কয়েকজন সিনিয়র নেতাকে কয়েক ঘণ্টা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

ঢাকাভয়েস২৪/সাদিক