ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ Logo চবিতে সংঘর্ষ নিয়ে প্রায় ৪ ঘণ্টার বৈঠকে যে সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন Logo টেকনাফে ৫ লক্ষ টাকার ইয়াবা ও দেশিয় অস্ত্র সহ ১আটক Logo মুন্সিগঞ্জে সেপ্টিকট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু   Logo ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি বিএনপি’ নেতা-কর্মীদের, নিরাপত্তাহীনতায় সিআইপি ব্যবসায়ী পরিবার Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo মুন্সিগঞ্জে সেপ্টিকট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু   Logo আমরা দুইটা ভুল করেছি, একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে : ফাতিমা তাসনীম Logo জামায়াতের অমুসলিম শাখায় যোগ দিলেন ১১ হিন্দু ধর্মাবলম্বী Logo আমি যে ছাত্রীসংস্থা নই, এটা প্রমাণে কি ঘন ঘন হিজাব ছাড়া ছবি আপলোড দিতে হবে?

আজ হিজরি নববর্ষ — ১লা মুহাররম, নতুন বছর ১৪৪৭

আজ হিজরি নববর্ষ — ১লা মুহাররম, নতুন বছর ১৪৪৭

আজ শুক্রবার (২৭ জুন ২০২৫) দিনগত সূর্যাস্তের পর সূচনা হয়েছে নতুন হিজরি বর্ষ ১৪৪৭। অর্থাৎ আজ ইসলামি পঞ্জিকা অনুযায়ী ১লা মুহাররম, ১৪৪৭ হিজরি। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি হিজরি নববর্ষ বা ইসলামি নববর্ষ হিসেবে পালিত হয়।

হিজরি বর্ষপঞ্জির সূচনা হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক হিজরতের মাধ্যমে—যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ ঘটনাকে ভিত্তি করেই হিজরি সনের গণনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ প্রতিবছর ১লা মুহাররম তারিখটিকে নতুন বছর হিসেবে স্বাগত জানায়।

আত্মশুদ্ধি ও ইতিহাস স্মরণের দিন : হিজরি নববর্ষ মুসলিম জাতির কাছে আনন্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আত্মবিশ্লেষণ, ত্যাগ, ধৈর্য ও ইতিহাস স্মরণের দিন। এটি মানুষকে নিজ জীবন ও সমাজের দিকে ফিরে তাকাতে শেখায়, এবং নতুনভাবে ভালো কাজে আত্মনিয়োগ করার প্রেরণা জোগায়।

বিশ্বের বিভিন্ন দেশে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা ও আত্মশুদ্ধির আহ্বান জানিয়ে নানা আয়োজন করা হয়। অনেক মুসলিম পরিবার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মাধ্যমে দিনটি উদযাপন করে।

নববর্ষে দোয়ার আহ্বান:

হিজরি নববর্ষ উপলক্ষে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ আল্লাহর দরবারে এ প্রার্থনা করেন— “হে আল্লাহ! এই নতুন বছরকে আমাদের জন্য বরকতময় করে দাও। আমাদের ঈমান, আমল ও চরিত্রে উন্নতি দাও।”

বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হিজরি নববর্ষ ১৪৪৭-এর শুভেচ্ছা ও মোবারকবাদ।

 

ট্যাগস :

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

আজ হিজরি নববর্ষ — ১লা মুহাররম, নতুন বছর ১৪৪৭

আপডেট সময় ১০:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

আজ শুক্রবার (২৭ জুন ২০২৫) দিনগত সূর্যাস্তের পর সূচনা হয়েছে নতুন হিজরি বর্ষ ১৪৪৭। অর্থাৎ আজ ইসলামি পঞ্জিকা অনুযায়ী ১লা মুহাররম, ১৪৪৭ হিজরি। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি হিজরি নববর্ষ বা ইসলামি নববর্ষ হিসেবে পালিত হয়।

হিজরি বর্ষপঞ্জির সূচনা হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক হিজরতের মাধ্যমে—যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ ঘটনাকে ভিত্তি করেই হিজরি সনের গণনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ প্রতিবছর ১লা মুহাররম তারিখটিকে নতুন বছর হিসেবে স্বাগত জানায়।

আত্মশুদ্ধি ও ইতিহাস স্মরণের দিন : হিজরি নববর্ষ মুসলিম জাতির কাছে আনন্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আত্মবিশ্লেষণ, ত্যাগ, ধৈর্য ও ইতিহাস স্মরণের দিন। এটি মানুষকে নিজ জীবন ও সমাজের দিকে ফিরে তাকাতে শেখায়, এবং নতুনভাবে ভালো কাজে আত্মনিয়োগ করার প্রেরণা জোগায়।

বিশ্বের বিভিন্ন দেশে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা ও আত্মশুদ্ধির আহ্বান জানিয়ে নানা আয়োজন করা হয়। অনেক মুসলিম পরিবার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মাধ্যমে দিনটি উদযাপন করে।

নববর্ষে দোয়ার আহ্বান:

হিজরি নববর্ষ উপলক্ষে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ আল্লাহর দরবারে এ প্রার্থনা করেন— “হে আল্লাহ! এই নতুন বছরকে আমাদের জন্য বরকতময় করে দাও। আমাদের ঈমান, আমল ও চরিত্রে উন্নতি দাও।”

বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হিজরি নববর্ষ ১৪৪৭-এর শুভেচ্ছা ও মোবারকবাদ।