ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা Logo ‘শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে’

নাটোরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা

নাটোরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের এক শ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। কক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিনি কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যান তিনি। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে রাকিব কক্ষে প্রবেশ করেছেন বলে জানতে পেরেছেন তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি গোলাম পরোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে রাকিব সরদার বলেন, ‘ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষে যাই। সেটি দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসি। অসৎ উদ্দেশে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

নাটোরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা

আপডেট সময় ১০:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের এক শ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। কক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিনি কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যান তিনি। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে রাকিব কক্ষে প্রবেশ করেছেন বলে জানতে পেরেছেন তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি গোলাম পরোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে রাকিব সরদার বলেন, ‘ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষে যাই। সেটি দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসি। অসৎ উদ্দেশে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন।