ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ Logo মিরপুরে প্রিন্টিং কারখানায়ি ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৬ Logo দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ Logo নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিস Logo আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা Logo বাগেরহাটে যুবদল নেতাসহ ২ মৃতদেহ উদ্ধার Logo নির্বাচন কমিশনের নিন্দা জানিয়ে প্রজেকশন মিটিং স্থগিত করল শিবির সমর্থিত প্যানেল Logo মহিলা জামায়াত কর্মীদের ‘পেটানোর নির্দেশ’ বিএনপির নেতার

রাবি সংস্কার ও রাকসু নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের ‘স্টুডেন্ট সলিডারিটি’

রাবি সংস্কার ও রাকসু নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের ‘স্টুডেন্ট সলিডারিটি’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ‘স্টুডেন্ট সলিডারিটি’ পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

এসময় তাঁরা, ‘রাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নিরাপদ ক্যাম্পাস, দিতে হবে দিতে হবে’, ‘দফা এক দাবি এক, দিতে হবে রোডম্যাপ’, ‘আবাসিকতা রোডম্যাপ, দিতে হবে দিতে হবে’ ও ‘মেডিকেল সংস্কার, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ইমরান নাজির বলেন, আপনারা জানেন, আমরা এখানে একটি ন্যায্য দাবি আদায়ের জন্য উপস্থিত হয়েছি। তা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কার ও রাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের ক্যামব্রিজ বলা হলেও, বিশ্ববিদ্যালয়টির ক্লাস রুম থেকে রিডিং রুম, খেলার মাঠ থেকে হল, চিকিৎসা কেন্দ্র এবং প্রশাসনিক ভবনের সকল জায়গায় দুর্নীতি দেখতে পাই এবং সকল ক্ষেত্রে অপরিকল্পিত ব্যবস্থাপনা বিদ্যমান রয়েছে। আমরা যখন সেবার জন্য প্রশাসন ভবনে যাই, তখন আমাদের সাথে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মত ব্যবহার করা হয়। আমাদের সেবার জন্য যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা এখন আমাদের ওপরই দাদাগিরি করে। প্রশাসনের কার্যক্রম ফেসিস্টদের আমলের মত লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই আপনারা ছাত্রবান্ধব প্রশাসন হন এবং ক্যাঙ্গারু মার্কা ও মেরুদণ্ডহীন না হন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ৩১ বছর ধরে ক্যাম্পাসে রাকসু নির্বাচনের মত একটি সম্মানজনক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রশাসন যদি কথা রাখতো তাহলে তারা ছাত্রদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতো। যত কথাই এই প্রশাসন দিয়েছে, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, একটি কথাও তারা রাখতে পারে নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করুন। গত ৩১ বছরে যেমন রাকসু নির্বাচন হয়নি, তেমনি এ বছরেও হয়নি। যারা রাকসু নির্বাচনের বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের চিনে রাখছি, রাকসু নির্বাচন না হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।

এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন বায়তুল মাল সম্পাদক মুজাহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান। মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক উপস্থিত ছিলেন।#

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার

রাবি সংস্কার ও রাকসু নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের ‘স্টুডেন্ট সলিডারিটি’

আপডেট সময় ০৮:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ‘স্টুডেন্ট সলিডারিটি’ পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

এসময় তাঁরা, ‘রাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নিরাপদ ক্যাম্পাস, দিতে হবে দিতে হবে’, ‘দফা এক দাবি এক, দিতে হবে রোডম্যাপ’, ‘আবাসিকতা রোডম্যাপ, দিতে হবে দিতে হবে’ ও ‘মেডিকেল সংস্কার, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ইমরান নাজির বলেন, আপনারা জানেন, আমরা এখানে একটি ন্যায্য দাবি আদায়ের জন্য উপস্থিত হয়েছি। তা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কার ও রাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের ক্যামব্রিজ বলা হলেও, বিশ্ববিদ্যালয়টির ক্লাস রুম থেকে রিডিং রুম, খেলার মাঠ থেকে হল, চিকিৎসা কেন্দ্র এবং প্রশাসনিক ভবনের সকল জায়গায় দুর্নীতি দেখতে পাই এবং সকল ক্ষেত্রে অপরিকল্পিত ব্যবস্থাপনা বিদ্যমান রয়েছে। আমরা যখন সেবার জন্য প্রশাসন ভবনে যাই, তখন আমাদের সাথে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মত ব্যবহার করা হয়। আমাদের সেবার জন্য যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা এখন আমাদের ওপরই দাদাগিরি করে। প্রশাসনের কার্যক্রম ফেসিস্টদের আমলের মত লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই আপনারা ছাত্রবান্ধব প্রশাসন হন এবং ক্যাঙ্গারু মার্কা ও মেরুদণ্ডহীন না হন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ৩১ বছর ধরে ক্যাম্পাসে রাকসু নির্বাচনের মত একটি সম্মানজনক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রশাসন যদি কথা রাখতো তাহলে তারা ছাত্রদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতো। যত কথাই এই প্রশাসন দিয়েছে, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, একটি কথাও তারা রাখতে পারে নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করুন। গত ৩১ বছরে যেমন রাকসু নির্বাচন হয়নি, তেমনি এ বছরেও হয়নি। যারা রাকসু নির্বাচনের বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের চিনে রাখছি, রাকসু নির্বাচন না হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।

এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন বায়তুল মাল সম্পাদক মুজাহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান। মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক উপস্থিত ছিলেন।#