ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিগগিরই হচ্ছে নতুন দুই বিভাগ Logo হজ প্যাকেজ ঘোষণা আগামীকাল, আগের চেয়ে কমবে খরচ Logo মৌলভীবাজারে তেলের পাইপ লাইনে আগুন লেগে বাবা-ছেলের মৃত্যু Logo বাঁশখালীর পাহাড়ে হারিয়ে যাওয়া ৭ শিশু নিরাপদে ফিরল মায়ের কোলে Logo ‎ছুটিতেও চলছে চাকসুর প্রচারণা, ইশতেহারে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের Logo শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ১২ জন আজীবন বহিষ্কৃত Logo ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার Logo ঘুণে ধরা বাংলাদেশকে বদলে দিতে চাই: জামায়াতে আমির Logo শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না: তারেক রহমান Logo ‘কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না’

আমরা যুক্তরাষ্ট্রের গালে কঠিন চড় মেরেছি: খামেনি

আমরা যুক্তরাষ্ট্রের গালে কঠিন চড় মেরেছি: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী দেশ ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ইসলামী রাষ্ট্র ইরানের হামলায় ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনি এসব দাবি করেন। খবর : আলজাজিরা।

খামেনি বলেন, ‌‘আমরা যুক্তরাষ্ট্রের গালে একটি চড় মেরেছি।’ তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হস্তক্ষেপ করেছে কারণ তারা মনে করেছিল— যদি হস্তক্ষেপ না করে, তাহলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, ‘ইহুদিবাদী শাসন প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামী রাষ্ট্র ইরানের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল।’

ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়—অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও। ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরুর ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’। এর পরপরই ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়।

শিগগিরই হচ্ছে নতুন দুই বিভাগ

আমরা যুক্তরাষ্ট্রের গালে কঠিন চড় মেরেছি: খামেনি

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী দেশ ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ইসলামী রাষ্ট্র ইরানের হামলায় ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনি এসব দাবি করেন। খবর : আলজাজিরা।

খামেনি বলেন, ‌‘আমরা যুক্তরাষ্ট্রের গালে একটি চড় মেরেছি।’ তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হস্তক্ষেপ করেছে কারণ তারা মনে করেছিল— যদি হস্তক্ষেপ না করে, তাহলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, ‘ইহুদিবাদী শাসন প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামী রাষ্ট্র ইরানের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল।’

ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়—অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও। ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরুর ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’। এর পরপরই ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়।