ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু Logo ৩০০ কোটি টাকা বরাদ্দে আইকনিক হচ্ছে আন্দরকিল্লা মসজিদ Logo নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী Logo চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের Logo সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে Logo চবির আবাসিক হলে ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষে দুই বহিরাগত সনাক্ত Logo পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের Logo ‘আগে শিক্ষার্থীরা নেতাদের গুনে চলতে হতো, রাকসু হওয়ার পর নেতৃত্ব দিতে শিখবে’ Logo সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু Logo ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং মারধরের অভিযোগে আহসান হাবীব হাসু (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৫ জুন) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আহসান হাবীব হাসু উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের মৃত ছামিউল ইসলাম ছামুর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী যুবলীগের নেতা হিসেবে পরিচিত ।

ভুক্তভোগী নারী চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ মাস ধরে হাসুর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় তিনি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাস দেন এবং গাইবান্ধা শহরের একটি ভাড়া বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

গত ২২ জুন ভুক্তভোগী নারী তার মাকে সঙ্গে নিয়ে বিয়ের বিষয়ে কথা বলতে হাসুর বাড়িতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, হাসু বিবাহিত এবং তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাসু তাদের ওপর হামলা চালান। তিনি ভুক্তভোগী ও তার মাকে লাঠিপেটা করেন এবং পরে ওই নারীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তার গলা থেকে স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া জোরপূর্বক তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়া হয়।

ঘটনার পর মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী নারী সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে হাসুকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিয়ের প্রলোভনে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং মারধরের অভিযোগে আহসান হাবীব হাসু (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৫ জুন) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আহসান হাবীব হাসু উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের মৃত ছামিউল ইসলাম ছামুর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী যুবলীগের নেতা হিসেবে পরিচিত ।

ভুক্তভোগী নারী চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ মাস ধরে হাসুর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় তিনি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাস দেন এবং গাইবান্ধা শহরের একটি ভাড়া বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

গত ২২ জুন ভুক্তভোগী নারী তার মাকে সঙ্গে নিয়ে বিয়ের বিষয়ে কথা বলতে হাসুর বাড়িতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, হাসু বিবাহিত এবং তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাসু তাদের ওপর হামলা চালান। তিনি ভুক্তভোগী ও তার মাকে লাঠিপেটা করেন এবং পরে ওই নারীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তার গলা থেকে স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া জোরপূর্বক তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়া হয়।

ঘটনার পর মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী নারী সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে হাসুকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিয়ের প্রলোভনে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’