ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং মারধরের অভিযোগে আহসান হাবীব হাসু (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৫ জুন) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আহসান হাবীব হাসু উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের মৃত ছামিউল ইসলাম ছামুর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী যুবলীগের নেতা হিসেবে পরিচিত ।

ভুক্তভোগী নারী চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ মাস ধরে হাসুর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় তিনি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাস দেন এবং গাইবান্ধা শহরের একটি ভাড়া বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

গত ২২ জুন ভুক্তভোগী নারী তার মাকে সঙ্গে নিয়ে বিয়ের বিষয়ে কথা বলতে হাসুর বাড়িতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, হাসু বিবাহিত এবং তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাসু তাদের ওপর হামলা চালান। তিনি ভুক্তভোগী ও তার মাকে লাঠিপেটা করেন এবং পরে ওই নারীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তার গলা থেকে স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া জোরপূর্বক তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়া হয়।

ঘটনার পর মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী নারী সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে হাসুকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিয়ের প্রলোভনে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং মারধরের অভিযোগে আহসান হাবীব হাসু (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৫ জুন) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আহসান হাবীব হাসু উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের মৃত ছামিউল ইসলাম ছামুর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী যুবলীগের নেতা হিসেবে পরিচিত ।

ভুক্তভোগী নারী চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ মাস ধরে হাসুর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক চলছিল। এ সময় তিনি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাস দেন এবং গাইবান্ধা শহরের একটি ভাড়া বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

গত ২২ জুন ভুক্তভোগী নারী তার মাকে সঙ্গে নিয়ে বিয়ের বিষয়ে কথা বলতে হাসুর বাড়িতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, হাসু বিবাহিত এবং তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাসু তাদের ওপর হামলা চালান। তিনি ভুক্তভোগী ও তার মাকে লাঠিপেটা করেন এবং পরে ওই নারীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তার গলা থেকে স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া জোরপূর্বক তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়া হয়।

ঘটনার পর মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে ভুক্তভোগী নারী সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে হাসুকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিয়ের প্রলোভনে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’