ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

নতুন করে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইরান পুনরায় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। খবর টাইমস অব ইসরায়েলের।

ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, অবশ্যই, আমরা আবার হামলা করব। এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারা বোমা পাবে না, তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।

তবে ট্রাম্প একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।

ট্রাম্প ন্যাটো সম্মেলনে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতিকে ‘অত্যন্ত সমতাভিত্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, দুই পক্ষই যুদ্ধবিরতি চায় এবং বলেছে ‘এটা যথেষ্ট হয়েছে।’ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে তিনি ‘একটি বিশাল বিজয়’ এবং ‘জবরদস্ত এক আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প স্বীকার করেছেন, এই সংঘাতে ইসরায়েলও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েক দিনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক ভবন ধ্বংস করেছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার গর্বিত হওয়া উচিত।

এর আগে একই সম্মেলনে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেছেন। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি মনে করি আমরা খুব শিগগিরই ভালো খবর পাবো… গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

নতুন করে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইরান পুনরায় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। খবর টাইমস অব ইসরায়েলের।

ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, অবশ্যই, আমরা আবার হামলা করব। এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারা বোমা পাবে না, তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।

তবে ট্রাম্প একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।

ট্রাম্প ন্যাটো সম্মেলনে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতিকে ‘অত্যন্ত সমতাভিত্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, দুই পক্ষই যুদ্ধবিরতি চায় এবং বলেছে ‘এটা যথেষ্ট হয়েছে।’ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে তিনি ‘একটি বিশাল বিজয়’ এবং ‘জবরদস্ত এক আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প স্বীকার করেছেন, এই সংঘাতে ইসরায়েলও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েক দিনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক ভবন ধ্বংস করেছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার গর্বিত হওয়া উচিত।

এর আগে একই সম্মেলনে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেছেন। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি মনে করি আমরা খুব শিগগিরই ভালো খবর পাবো… গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।