ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।

২৫ জুন (বুধবার) বিকেল ৪ ঘটিকায়  সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে  বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮ প্রজাতির দুই শতাধিক চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়।

গোলাম রহমান জয়ের সঞ্চালনায়  কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি, হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ ছাত্রশিবিরের শহর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিশ্বের সামগ্রিক জলবায়ু এবং পরিবেশের উন্নতির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। গাছ লাগানো শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদতস্বরূপ কাজ।”

ফিরোজ হোসেন বলেন, গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয় — সর্বোপরি একটি নির্মল, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে। বর্তমান জলবায়ু পরিবর্তন, খরা, অতিবৃষ্টি, বায়ুদূষণ ইত্যাদি পরিবেশগত সমস্যার অন্যতম কারণ হলো নির্বিচারে গাছ কাটা। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ব্যাপক বৃক্ষরোপণ।

রোপণকৃত গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু, নিম, মেহগনি এবং অন্যান্য ফলজ ও বনজ গাছ।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছরই এই মাসে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

আপডেট সময় ১১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।

২৫ জুন (বুধবার) বিকেল ৪ ঘটিকায়  সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে  বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮ প্রজাতির দুই শতাধিক চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়।

গোলাম রহমান জয়ের সঞ্চালনায়  কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি, হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ ছাত্রশিবিরের শহর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিশ্বের সামগ্রিক জলবায়ু এবং পরিবেশের উন্নতির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। গাছ লাগানো শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদতস্বরূপ কাজ।”

ফিরোজ হোসেন বলেন, গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয় — সর্বোপরি একটি নির্মল, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে। বর্তমান জলবায়ু পরিবর্তন, খরা, অতিবৃষ্টি, বায়ুদূষণ ইত্যাদি পরিবেশগত সমস্যার অন্যতম কারণ হলো নির্বিচারে গাছ কাটা। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ব্যাপক বৃক্ষরোপণ।

রোপণকৃত গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু, নিম, মেহগনি এবং অন্যান্য ফলজ ও বনজ গাছ।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছরই এই মাসে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।