ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার Logo রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর Logo থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত Logo মুন্সীগঞ্জের মেঘনায় বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে নয়ন-পিয়াস গ্রুপের গুলিতে নিহত স্যুটার মান্নান, গুলিবিদ্ধ-১ Logo চাঁদাবাজির সময় কালা মানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo দুই কিশোরকে মারধরের পরে বয়স ১৮ বছর দেখিয়ে মামলা Logo প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ Logo হঠাৎ সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ Logo সুন্দরগঞ্জে খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ Logo টিভিতে যে খেলা থাকছে আজ

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিংহের মতো জেগে উঠেছিলাম, এবং আমাদের গর্জনে তেহরান কেঁপে উঠেছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক একাডেমিগুলোতে পড়ানো হবে। আমরা ইরানের আরাক, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছি।’

নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, সংঘাত আপাতত থামলেও ইসরায়েল প্রস্তুত আছে। তার হুঁশিয়ারি, ‘ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে, তাহলে আমরা আবারও তা ধ্বংস করে দেব। আমাদের এই মিশন তখনই শেষ হবে, যখন অপহৃত ইসরায়েলি সেনাদের ফিরিয়ে আনা হবে এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা হবে।’

পাল্টা দাবি তেহরানের সংঘাত থামছে না, উল্টো আরও জটিল রূপ নিচ্ছে
অন্যদিকে, ইরানও যুদ্ধের পর নিজেদের বিজয় দাবি করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

তেহরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল-যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে। কিন্তু তা সম্ভব হয়নি। বরং ইরান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের প্রতিরোধের মুখে ইসরায়েল ও তাদের মিত্ররা পিছু হটতে বাধ্য হয়েছে। রাজনৈতিক ও সামরিক দিক থেকে এটাই আমাদের বিজয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করে, এরপর ইসরায়েল। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিরশেবা শহরে চারজন নিহত হন। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

আপডেট সময় ০৭:১৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সিংহের মতো জেগে উঠেছিলাম, এবং আমাদের গর্জনে তেহরান কেঁপে উঠেছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক একাডেমিগুলোতে পড়ানো হবে। আমরা ইরানের আরাক, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছি।’

নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, সংঘাত আপাতত থামলেও ইসরায়েল প্রস্তুত আছে। তার হুঁশিয়ারি, ‘ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে, তাহলে আমরা আবারও তা ধ্বংস করে দেব। আমাদের এই মিশন তখনই শেষ হবে, যখন অপহৃত ইসরায়েলি সেনাদের ফিরিয়ে আনা হবে এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা হবে।’

পাল্টা দাবি তেহরানের সংঘাত থামছে না, উল্টো আরও জটিল রূপ নিচ্ছে
অন্যদিকে, ইরানও যুদ্ধের পর নিজেদের বিজয় দাবি করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

তেহরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল-যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে। কিন্তু তা সম্ভব হয়নি। বরং ইরান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের প্রতিরোধের মুখে ইসরায়েল ও তাদের মিত্ররা পিছু হটতে বাধ্য হয়েছে। রাজনৈতিক ও সামরিক দিক থেকে এটাই আমাদের বিজয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করে, এরপর ইসরায়েল। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিরশেবা শহরে চারজন নিহত হন। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।