ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের সামনে কঠিন অঙ্ক Logo এখনও সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজছে। খবর বিবিসি বাংলা

আইডিএফ এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে দুটি ধাপে ৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম ধাপে দুটি এবং পরে আরও চারটি ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এর মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরসেবার একটি ভবনে আঘাত হেনেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি বলেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠনিকভাবে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে আমারও হামলা বন্ধ করব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের সামনে কঠিন অঙ্ক

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আপডেট সময় ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজছে। খবর বিবিসি বাংলা

আইডিএফ এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে দুটি ধাপে ৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম ধাপে দুটি এবং পরে আরও চারটি ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এর মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরসেবার একটি ভবনে আঘাত হেনেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি বলেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠনিকভাবে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে আমারও হামলা বন্ধ করব।