ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। খবর টাইমস অব ইসরায়েল।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তেহরানের স্থানীয় সময় ভোর রাত সোয়া চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি। তারপরও ইসরায়ের যদি তেহরানের স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে অবৈধ হামলা বন্ধ না করে তাহল আমরাও হামলা অব্যাহত রাখব।

তিনি বলেন, আমাদের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত পরেই নেয়া হবে।

আরাগচি আরেকটি পোস্টে বলেন, ‘ইসরায়েলের আগ্রাসনের শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান ভোর রাত ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’
তিনি আরও বলেন, ‘ইরানির সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে এবং শত্রুর যেকোনো আক্রমণের জবাব শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। খবর টাইমস অব ইসরায়েল।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তেহরানের স্থানীয় সময় ভোর রাত সোয়া চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি। তারপরও ইসরায়ের যদি তেহরানের স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে অবৈধ হামলা বন্ধ না করে তাহল আমরাও হামলা অব্যাহত রাখব।

তিনি বলেন, আমাদের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত পরেই নেয়া হবে।

আরাগচি আরেকটি পোস্টে বলেন, ‘ইসরায়েলের আগ্রাসনের শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান ভোর রাত ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’
তিনি আরও বলেন, ‘ইরানির সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে এবং শত্রুর যেকোনো আক্রমণের জবাব শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছে।’