ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ১৪৭ দলের আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার অন্তত ১৪৭টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।

গতকাল রোববার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তবে ডেসপ্যাচ থেকে তথ্য একীভূত করা হলে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে জানাবে, কতটি দল নিবন্ধনের আবেদন করেছে।

এদিকে, নিবন্ধনের আবেদনের শেষ দিনে- রোববার- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশসহ (জেপিবি) বেশ কয়েকটি দল ইসিতে আবেদন জমা দিয়েছে।

আবেদন জমা দিয়ে সাংবাদিকদের কাছে প্রতীক ও দলের নাম উল্লেখ করে দলগুলোর নেতারা দাবি করছেন, ইসির সব ধরনের শর্ত পূরণ করেই নিবন্ধন আবেদন করা হয়েছে। তাদের দল নিবন্ধন পাবে বলে তারা আশাবাদী।

নির্বাচন ভবনে আবেদন জমা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বলেছি, আমরা সকল শর্তাবলি এবং সকল আইন পর্যালোচনা করেই আবেদনটি করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

তিনি বলেন,আমরা প্রত্যাশা করব যে, উনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তাঁদের কার্যক্রম সম্পাদন করবেন। সেক্ষেত্রে এনসিপি যেন কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়-এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী, দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাবে এবং নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে, সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশনের এ বিধিমালার কিছু কিছু ধারা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরোনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাব।

এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।

তবে অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভর্তিতে অতিরিক্ত টাকা নিচ্ছে ভিক্টোরিয়া কলেজ

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ১৪৭ দলের আবেদন

আপডেট সময় ০৮:১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার অন্তত ১৪৭টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।

গতকাল রোববার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তবে ডেসপ্যাচ থেকে তথ্য একীভূত করা হলে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে জানাবে, কতটি দল নিবন্ধনের আবেদন করেছে।

এদিকে, নিবন্ধনের আবেদনের শেষ দিনে- রোববার- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশসহ (জেপিবি) বেশ কয়েকটি দল ইসিতে আবেদন জমা দিয়েছে।

আবেদন জমা দিয়ে সাংবাদিকদের কাছে প্রতীক ও দলের নাম উল্লেখ করে দলগুলোর নেতারা দাবি করছেন, ইসির সব ধরনের শর্ত পূরণ করেই নিবন্ধন আবেদন করা হয়েছে। তাদের দল নিবন্ধন পাবে বলে তারা আশাবাদী।

নির্বাচন ভবনে আবেদন জমা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বলেছি, আমরা সকল শর্তাবলি এবং সকল আইন পর্যালোচনা করেই আবেদনটি করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

তিনি বলেন,আমরা প্রত্যাশা করব যে, উনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তাঁদের কার্যক্রম সম্পাদন করবেন। সেক্ষেত্রে এনসিপি যেন কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়-এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী, দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাবে এবং নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে, সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশনের এ বিধিমালার কিছু কিছু ধারা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরোনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাব।

এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।

তবে অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।