ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

আ. লীগের একাধিক সমর্থক নিয়ে এনসিপির কমিটি, ৩ দিনের মাথায় স্থগিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুরে নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি ঘোষণার ৩ দিনের মাথায় স্থগিত ঘোষণা করা হয়েছে। এনসিপির শেরপুর জেলার যুগ্ম সমন্বয়কারী এবং নালিতাবাড়ীর উপজেলার দায়িত্বে থাকা আলমগীর কবির মিথুন নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২১ জুন) সন্ধ্যায় তিনি জানান, সাময়িকভাবে ৩১ সদস্যবিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। কমিটি স্থগিতের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘কমিটিতে কয়েকজনের নামে আওয়ামী লীগ করার অভিযোগ পাওয়া গেছে এবং দু-একজনের নাম ভুলবশত আসার কারণে এই কমিটি সংশোধন করার প্রয়োজনেই আপাতত সাময়িক স্থগিত করা হয়েছে।

তবে শিগগিরই সংশোধিত কমিটি ঘোষণা করা হবে।’

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নালিতাবাড়ী শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার সৃষ্টি হলে ৩ দিনের মাথায় ৩১ সদস্যবিশিষ্ট কমিটি স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, এনসিপির নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে না জানিয়ে নাম রাখায় এবং নাম ও পদবির ভুল ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন শারমিন আক্তার নামে এক শিক্ষানবিস আইনজীবী। কমিটিতে সদস্য তালিকায় চার নম্বরে ‘অ্যাডভোকেট সামিয়া সুলতানা শারমিন’ নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে নালিতাবাড়ীর গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদ, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকি, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সঞ্জয় রায়সহ বেশ কয়েকজনকে ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তাদের মধ্যে জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

কমিটির তালিকা প্রকাশের পরপরই অনেকে এ কমিটিকে আওয়ামী লীগ ও এবং অঙ্গ সংগঠনকে পুনর্বাসনের কমিটি বলেও উল্লেখ করেন।
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ী শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন তরুণদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

আ. লীগের একাধিক সমর্থক নিয়ে এনসিপির কমিটি, ৩ দিনের মাথায় স্থগিত

আপডেট সময় ০৭:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুরে নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি ঘোষণার ৩ দিনের মাথায় স্থগিত ঘোষণা করা হয়েছে। এনসিপির শেরপুর জেলার যুগ্ম সমন্বয়কারী এবং নালিতাবাড়ীর উপজেলার দায়িত্বে থাকা আলমগীর কবির মিথুন নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২১ জুন) সন্ধ্যায় তিনি জানান, সাময়িকভাবে ৩১ সদস্যবিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। কমিটি স্থগিতের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘কমিটিতে কয়েকজনের নামে আওয়ামী লীগ করার অভিযোগ পাওয়া গেছে এবং দু-একজনের নাম ভুলবশত আসার কারণে এই কমিটি সংশোধন করার প্রয়োজনেই আপাতত সাময়িক স্থগিত করা হয়েছে।

তবে শিগগিরই সংশোধিত কমিটি ঘোষণা করা হবে।’

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নালিতাবাড়ী শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার সৃষ্টি হলে ৩ দিনের মাথায় ৩১ সদস্যবিশিষ্ট কমিটি স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, এনসিপির নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে না জানিয়ে নাম রাখায় এবং নাম ও পদবির ভুল ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন শারমিন আক্তার নামে এক শিক্ষানবিস আইনজীবী। কমিটিতে সদস্য তালিকায় চার নম্বরে ‘অ্যাডভোকেট সামিয়া সুলতানা শারমিন’ নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে নালিতাবাড়ীর গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদ, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকি, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সঞ্জয় রায়সহ বেশ কয়েকজনকে ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তাদের মধ্যে জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

কমিটির তালিকা প্রকাশের পরপরই অনেকে এ কমিটিকে আওয়ামী লীগ ও এবং অঙ্গ সংগঠনকে পুনর্বাসনের কমিটি বলেও উল্লেখ করেন।
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ী শাখার কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এখন থেকে দলের নালিতাবাড়ী শাখার কার্যক্রম শেরপুর জেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী সময়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন তরুণদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হবে।’