ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: মার্কিন গণমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

সিবিএস জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এই পরিকল্পনা অনুমোদন করা হয়। তবে এক শীর্ষ গোয়েন্দা সূত্র তাদেরকে জানায়, ট্রাম্প ইরানকে শেষবারের মতো সুযোগ দিতে চাচ্ছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে। সেই কারণে তিনি এখনো হামলা চালানোর নির্দেশ দেননি।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি’। এ বক্তব্যের দ্বারা ইঙ্গিত করে যে বিষয়টি এখনো বিবেচনার স্তরে রয়েছে।

এর আগে সিবিএস আরও জানিয়েছিল, ট্রাম্প ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় (যেটি একটি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র) সরাসরি হামলার বিষয়েও চিন্তা করছেন।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সম্প্রতি জানিয়েছিল যে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেছেন, ইরান ‘খুব কাছাকাছি’ চলে এসেছে পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে।

চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ‘গোয়েন্দা সংস্থা এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচিটি স্থগিত করেছিলেন, তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি।’

এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না।’ তিনি নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: মার্কিন গণমাধ্যম

আপডেট সময় ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

সিবিএস জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এই পরিকল্পনা অনুমোদন করা হয়। তবে এক শীর্ষ গোয়েন্দা সূত্র তাদেরকে জানায়, ট্রাম্প ইরানকে শেষবারের মতো সুযোগ দিতে চাচ্ছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে। সেই কারণে তিনি এখনো হামলা চালানোর নির্দেশ দেননি।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি’। এ বক্তব্যের দ্বারা ইঙ্গিত করে যে বিষয়টি এখনো বিবেচনার স্তরে রয়েছে।

এর আগে সিবিএস আরও জানিয়েছিল, ট্রাম্প ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় (যেটি একটি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র) সরাসরি হামলার বিষয়েও চিন্তা করছেন।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সম্প্রতি জানিয়েছিল যে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেছেন, ইরান ‘খুব কাছাকাছি’ চলে এসেছে পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে।

চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ‘গোয়েন্দা সংস্থা এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচিটি স্থগিত করেছিলেন, তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি।’

এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না।’ তিনি নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে।’