ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Logo সুন্দরগঞ্জে ভাতিজার চুরি আঘাতে চাচা নিহত, স্ত্রী সন্তান আহত Logo “তারেক রহমান খালি দেশে আসুক! তোগো চামড়া খালাই হালাইয়াম। ইটস্ ওপেন থ্রেট” Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ Logo মৌলভীবাজারে বুলডোজার দিয়ে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা Logo মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: বিএনপি মহাসচিব Logo রাজধানীতে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তি: পাকা রাস্তার দাবিতে এলাকাবাসীর আকুতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামীণ এই কাঁচা রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত পুরো রাস্তাটি খানাখন্দে ভরা এবং বর্ষা মৌসুমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করে বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী। এছাড়া বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিত্রতেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাটিকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও প্রায় ৬০০ ক্ষুদে শিক্ষার্থীও এই দুর্ভোগের শিকার।

বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “স্বাধীনতার পর থেকে কোনো সরকার এই রাস্তার উন্নয়নে পদক্ষেপ নেয়নি। প্রতিদিন অনেক শিক্ষার্থী এ রাস্তায় পড়ে গিয়ে আহত হচ্ছে। কাদায় স্কুল ড্রেস নষ্ট হওয়ার কারণে অনেকেই উপস্থিত হতে পারে না। অন্তত সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এই রাস্তাটি দ্রুত পাকাকরণ প্রয়োজন।”

বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, “আমার স্কুলসহ মিত্রতেঘরি ও মাটিকোরা প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের প্রতিদিনই কাদা-পানিতে পড়ে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। এতে তাদের মানসিক ও শারীরিক ক্ষতি হচ্ছে।”

বেংনাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাদেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা না থাকায় অনেক সময় বৃষ্টির কারণে আমরা স্কুলে যেতে পারি না। সরকারি স্কুলের রাস্তাও যদি কাঁচা থাকে, তাহলে এর চেয়ে দু:খের বিষয় আর কি হতে পারে?”

এলাকার পক্ষ থেকে শামীম রেজা বলেন,
“এই এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটবাজার, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ১২ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। বহুবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করে আমরাই এখন উন্নয়ন বৈষম্যের শিকার। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, “আমরা ইতোমধ্যে এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়েছি। পরবর্তী ধাপে রাস্তাটি উন্নয়ন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

বেহাল এই রাস্তাটি নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের আহ্বান আর শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তি: পাকা রাস্তার দাবিতে এলাকাবাসীর আকুতি

আপডেট সময় ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামীণ এই কাঁচা রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত পুরো রাস্তাটি খানাখন্দে ভরা এবং বর্ষা মৌসুমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করে বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী। এছাড়া বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিত্রতেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাটিকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও প্রায় ৬০০ ক্ষুদে শিক্ষার্থীও এই দুর্ভোগের শিকার।

বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “স্বাধীনতার পর থেকে কোনো সরকার এই রাস্তার উন্নয়নে পদক্ষেপ নেয়নি। প্রতিদিন অনেক শিক্ষার্থী এ রাস্তায় পড়ে গিয়ে আহত হচ্ছে। কাদায় স্কুল ড্রেস নষ্ট হওয়ার কারণে অনেকেই উপস্থিত হতে পারে না। অন্তত সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এই রাস্তাটি দ্রুত পাকাকরণ প্রয়োজন।”

বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, “আমার স্কুলসহ মিত্রতেঘরি ও মাটিকোরা প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের প্রতিদিনই কাদা-পানিতে পড়ে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। এতে তাদের মানসিক ও শারীরিক ক্ষতি হচ্ছে।”

বেংনাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাদেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা না থাকায় অনেক সময় বৃষ্টির কারণে আমরা স্কুলে যেতে পারি না। সরকারি স্কুলের রাস্তাও যদি কাঁচা থাকে, তাহলে এর চেয়ে দু:খের বিষয় আর কি হতে পারে?”

এলাকার পক্ষ থেকে শামীম রেজা বলেন,
“এই এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটবাজার, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ১২ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। বহুবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করে আমরাই এখন উন্নয়ন বৈষম্যের শিকার। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, “আমরা ইতোমধ্যে এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়েছি। পরবর্তী ধাপে রাস্তাটি উন্নয়ন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

বেহাল এই রাস্তাটি নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের আহ্বান আর শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।