ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ

 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এ অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারের কুরআন অলিম্পিয়াডে মোট ৩০০০ (তিন হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, যা একটি নতুন মাইলফলক। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশ নেয় এবং চূড়ান্ত পর্বে প্রতিটি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম এবং ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত উন্নয়ন ও ন্যায়ের পথে অগ্রসর হতে পারে না। কুরআন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা হাজারো শিক্ষার্থীকে কুরআনের পথে উদ্বুদ্ধ করতে পেরেছি — এটাই আমাদের সাফল্য। আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে কুরআনের আলো পৌঁছে যাক।

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কুরআনকে ভালোবাসার একটি আন্দোলন। ভবিষ্যতেও এমন আয়োজন আরও বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম বলেন, “শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু জ্ঞান নয়, কুরআনের নীতি অনুসারে জীবন গড়ুক। ছাত্রশিবির সেই পথেই কাজ করে যাচ্ছে।”

কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণ ও মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। কুরআন অলিম্পিয়াড তার একটি বাস্তব উদাহরণ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কুরআনের আলোয় আলোকিত হয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। ভবিষ্যতেও এমন উদ্যোগ আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল সম্মাননাপত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এ অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারের কুরআন অলিম্পিয়াডে মোট ৩০০০ (তিন হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, যা একটি নতুন মাইলফলক। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশ নেয় এবং চূড়ান্ত পর্বে প্রতিটি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম এবং ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত উন্নয়ন ও ন্যায়ের পথে অগ্রসর হতে পারে না। কুরআন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা হাজারো শিক্ষার্থীকে কুরআনের পথে উদ্বুদ্ধ করতে পেরেছি — এটাই আমাদের সাফল্য। আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে কুরআনের আলো পৌঁছে যাক।

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কুরআনকে ভালোবাসার একটি আন্দোলন। ভবিষ্যতেও এমন আয়োজন আরও বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম বলেন, “শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু জ্ঞান নয়, কুরআনের নীতি অনুসারে জীবন গড়ুক। ছাত্রশিবির সেই পথেই কাজ করে যাচ্ছে।”

কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণ ও মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। কুরআন অলিম্পিয়াড তার একটি বাস্তব উদাহরণ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কুরআনের আলোয় আলোকিত হয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। ভবিষ্যতেও এমন উদ্যোগ আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল সম্মাননাপত্র।