ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রেপ্তার ১১ Logo মাদক নিয়ন্ত্রণ করতে পারি, নির্মূল সম্ভব নয়: তেজগাঁও ডিসি Logo ‘আমি আর এসবের মধ্যে নেই’- ক্ষমা চাইলেন আমির হামজা Logo ‘দুর্গাপূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’ Logo সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত Logo উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর Logo বাংলাদেশর রিজার্ভ চুরি: ফিলিপ‍াইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত Logo ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য Logo সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি জব্দ Logo ‘আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটবে; হুঁশিয়ারি ট্রাম্পের

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ

 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এ অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারের কুরআন অলিম্পিয়াডে মোট ৩০০০ (তিন হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, যা একটি নতুন মাইলফলক। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশ নেয় এবং চূড়ান্ত পর্বে প্রতিটি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম এবং ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত উন্নয়ন ও ন্যায়ের পথে অগ্রসর হতে পারে না। কুরআন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা হাজারো শিক্ষার্থীকে কুরআনের পথে উদ্বুদ্ধ করতে পেরেছি — এটাই আমাদের সাফল্য। আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে কুরআনের আলো পৌঁছে যাক।

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কুরআনকে ভালোবাসার একটি আন্দোলন। ভবিষ্যতেও এমন আয়োজন আরও বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম বলেন, “শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু জ্ঞান নয়, কুরআনের নীতি অনুসারে জীবন গড়ুক। ছাত্রশিবির সেই পথেই কাজ করে যাচ্ছে।”

কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণ ও মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। কুরআন অলিম্পিয়াড তার একটি বাস্তব উদাহরণ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কুরআনের আলোয় আলোকিত হয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। ভবিষ্যতেও এমন উদ্যোগ আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল সম্মাননাপত্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রেপ্তার ১১

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এ অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারের কুরআন অলিম্পিয়াডে মোট ৩০০০ (তিন হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, যা একটি নতুন মাইলফলক। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশ নেয় এবং চূড়ান্ত পর্বে প্রতিটি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম এবং ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত উন্নয়ন ও ন্যায়ের পথে অগ্রসর হতে পারে না। কুরআন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা হাজারো শিক্ষার্থীকে কুরআনের পথে উদ্বুদ্ধ করতে পেরেছি — এটাই আমাদের সাফল্য। আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে কুরআনের আলো পৌঁছে যাক।

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কুরআনকে ভালোবাসার একটি আন্দোলন। ভবিষ্যতেও এমন আয়োজন আরও বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম বলেন, “শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু জ্ঞান নয়, কুরআনের নীতি অনুসারে জীবন গড়ুক। ছাত্রশিবির সেই পথেই কাজ করে যাচ্ছে।”

কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণ ও মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। কুরআন অলিম্পিয়াড তার একটি বাস্তব উদাহরণ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কুরআনের আলোয় আলোকিত হয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। ভবিষ্যতেও এমন উদ্যোগ আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল সম্মাননাপত্র।