বর্তমান বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া ধর্ম হলো ইসলাম। দিন যত বাড়ছে মানুষ তত ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবার মুন্সীগঞ্জের সন্তান ইবি পড়ুয়া শিক্ষার্থীর সৈকত দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং নিজের নাম রেখেছে সৈকত ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছে আইনজীবী মুজাহিদুল ইসলাম একটি ফেসবুক পোস্ট এর মাধ্যমে তিনি ওই পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ
ইবির ছোট ভাই সৈকত দাস আজ থেকে মোঃ সৈকত ইসলাম।
আল্লাহু আকবর!!!
আল্লাহ আমাদের উভয়কে ঈমানের উপর টিকে থাকার তাওফিক দান করুন।
স্থানীয় সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি সৈকত দাস মুন্সিগঞ্জ পৌরসভার নয়াপাড়া গ্রামের বাসিন্দা শীতল দাসের বড় ছেলে। সৈকত কিশোর বয়স থেকেই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলো ছোট থেকেই মেধাবী শিক্ষার্থী ছিল সৈকত। কে. কে. গভ: ইনস্টিটিশন থেকে তিনি এসএসসি পাশ করে ভালো ফলাফল করেন পরবর্তীতে সৈকত সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি পাস করে
ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে তিনি উত্তীর্ণ হন।
বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি ইসলাম নিয়ে জানতে শুরু করে ইসলামের ন্যায় নীতি বিধান এবং সুমহান আদর্শ তাকে ইসলামের পথে আকৃষ্ট করে তোলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভাইদের সহযোগিতায় স্ব ইচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।