ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বরিশাল সিটি মেয়রের দায়িত্ব নিলেন খায়ের আবদুল্লাহ

বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে নগর ভবনের সামনে বরিশাল ফজলুল হক অ্যাভিনিউয়ে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নবনির্বাচিত মেয়র ও ৪০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের ৩০টি ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। মেয়র ছাড়াও বক্তব্য দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক সচিব সিরাজউদ্দীন আহম্মেদ, বরিশাল নগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, আবুল খায়ের আবদুল্লাহর স্ত্রী লুনা আবদুল্লাহ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

নাগরিক সমাবেশে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ৩০০ কোটি টাকার দায়দেনার বোঝা নিয়ে আজ দায়িত্ব নিচ্ছি। এটা নগরবাসীর দায়দেনা। তহবিলে আছে মাত্র ১২ কোটি টাকা এরপরও আমি হতাশ নই, এতে হতাশার কিছু নেই। আমাদের কাজ করতে হবে। নতুন বরিশাল গড়ার যে অঙ্গীকার আমি নির্বাচনের প্রাক্কালে করেছিলাম, আমি আজ আবারও তা পুনর্ব্যক্ত করছি। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব, সেই অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করছি।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নতুন মেয়রকে উদ্দেশ করে বলেন, আজকের এই দিনটির জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম। বরিশালবাসী চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নত, আধুনিক একটি নগর। নতুন মেয়র হিসেবে আপনার প্রতি আমার অনুরোধ, বরিশালের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, যাতে তাঁরা গর্ব করে বলতে পারেন, আমরা একজন ভালো মেয়র পেয়েছি। প্রধানমন্ত্রী চান অবহেলিত বরিশাল আপনার নেতৃত্বে এগিয়ে যাক। এ জন্য আমাদের যে ধরনের সহযোগিতা দরকার, আমরা দিব।

নতুন মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে নগরের বিভিন্ন সড়ক বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। সড়কদ্বীপগুলোও সজ্জিত করা হয়েছে। গত রোববার থেকেই নগর ভবনসহ নগরের বিভিন্ন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। তিন দিন ধরে সন্ধ্যার পরে চলছে আতশবাজি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বরিশাল সিটি মেয়রের দায়িত্ব নিলেন খায়ের আবদুল্লাহ

আপডেট সময় ০৬:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে নগর ভবনের সামনে বরিশাল ফজলুল হক অ্যাভিনিউয়ে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নবনির্বাচিত মেয়র ও ৪০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের ৩০টি ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। মেয়র ছাড়াও বক্তব্য দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক সচিব সিরাজউদ্দীন আহম্মেদ, বরিশাল নগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, আবুল খায়ের আবদুল্লাহর স্ত্রী লুনা আবদুল্লাহ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

নাগরিক সমাবেশে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ৩০০ কোটি টাকার দায়দেনার বোঝা নিয়ে আজ দায়িত্ব নিচ্ছি। এটা নগরবাসীর দায়দেনা। তহবিলে আছে মাত্র ১২ কোটি টাকা এরপরও আমি হতাশ নই, এতে হতাশার কিছু নেই। আমাদের কাজ করতে হবে। নতুন বরিশাল গড়ার যে অঙ্গীকার আমি নির্বাচনের প্রাক্কালে করেছিলাম, আমি আজ আবারও তা পুনর্ব্যক্ত করছি। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব, সেই অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করছি।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নতুন মেয়রকে উদ্দেশ করে বলেন, আজকের এই দিনটির জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম। বরিশালবাসী চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নত, আধুনিক একটি নগর। নতুন মেয়র হিসেবে আপনার প্রতি আমার অনুরোধ, বরিশালের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, যাতে তাঁরা গর্ব করে বলতে পারেন, আমরা একজন ভালো মেয়র পেয়েছি। প্রধানমন্ত্রী চান অবহেলিত বরিশাল আপনার নেতৃত্বে এগিয়ে যাক। এ জন্য আমাদের যে ধরনের সহযোগিতা দরকার, আমরা দিব।

নতুন মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে নগরের বিভিন্ন সড়ক বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। সড়কদ্বীপগুলোও সজ্জিত করা হয়েছে। গত রোববার থেকেই নগর ভবনসহ নগরের বিভিন্ন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। তিন দিন ধরে সন্ধ্যার পরে চলছে আতশবাজি।