ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের Logo ডাকসুতে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের Logo ডাকসু নির্বাচন: ভোট প্রদানে প্রত্যেকে সময় পাবেন ৮ মিনিট Logo ছাত্রের মুখ চেপে ধরা ডিসি মাসুদের ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ডিএমপির Logo আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা

শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ-আটক ১

রাজধানীর শাহবাগ ও কাটাবনের মধ্যবর্তী এলাকায় আজ ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। এতে ওই সময় স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাঁটাবন মোড় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে দেশে বীরের বেশে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বলেন, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা’-র স্লোগানে ঘুম ভেঙে যায়। আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিছিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায়। পরিবাগ মোড়ে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়। এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কী এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে?

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানায়, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল কাঁটাবন মোড় এলাকায় অনুষ্ঠিত হতে দেখি। মিছিলটির স্থায়ীত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। আমরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতারও করেছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের

শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ-আটক ১

আপডেট সময় ০১:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

রাজধানীর শাহবাগ ও কাটাবনের মধ্যবর্তী এলাকায় আজ ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। এতে ওই সময় স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাঁটাবন মোড় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে দেশে বীরের বেশে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বলেন, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা’-র স্লোগানে ঘুম ভেঙে যায়। আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিছিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায়। পরিবাগ মোড়ে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়। এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কী এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে?

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানায়, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল কাঁটাবন মোড় এলাকায় অনুষ্ঠিত হতে দেখি। মিছিলটির স্থায়ীত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। আমরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতারও করেছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের আইনের আওতায় আনা হবে।