ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার

 

তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার
তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। ইতোমধ্যে মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা’পুনরায় ফিরিয়ে দিয়েছে। তাই এখন থেকেই আমাদের জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।’

আজ রোববার (১৫ জুন) সকালে খুলনার সিকিরহাট, ফুলতলা বাজার ও শিরোমনি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিগত ৫৪ বছরে দেশের মানুষ নানা দলের শাসন দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত কল্যাণ পায়নি। বরং দেশকে হত্যা, লুটপাট, দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছে। আজ মানুষ বলছে— সব দলের শাসন দেখা হয়েছে, এখন ইসলামী শাসনের প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সংসদে যদি ইসলামপ্রিয় ও সৎ ১৫১ জন সদস্য নির্বাচিত হন, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার দেশে পরিণত হবে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও কর্মসংস্থানের টেকসই উন্নয়ন হবে।’

২৪’র গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা নতুন একটি সুযোগ পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার। দুই হাজারের বেশি শহীদ ও ৩০ হাজার পঙ্গু ছাত্র-জনতার আত্মত্যাগ যেন বৃথা না যায়। আর যেন কোনো শক্তি ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই দায়িত্ব আমাদের সবার।’

প্রথম পথসভাটি সকাল ১০টায় সিকিরহাট খেয়াঘাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মফিজুল ইসলাম।

এরপর সকাল সাড়ে ১০টায় ফুলতলা বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।

শেষ পথসভাটি অনুষ্ঠিত হয় শিরোমনি শহীদ মিনার চত্বরে। সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো।

সভা শেষে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা সিকিরহাট খেয়াঘাটে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৭:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: গোলাম পরওয়ার
তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। ইতোমধ্যে মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা’পুনরায় ফিরিয়ে দিয়েছে। তাই এখন থেকেই আমাদের জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।’

আজ রোববার (১৫ জুন) সকালে খুলনার সিকিরহাট, ফুলতলা বাজার ও শিরোমনি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিগত ৫৪ বছরে দেশের মানুষ নানা দলের শাসন দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত কল্যাণ পায়নি। বরং দেশকে হত্যা, লুটপাট, দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছে। আজ মানুষ বলছে— সব দলের শাসন দেখা হয়েছে, এখন ইসলামী শাসনের প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন। যেখানে থাকবে না লুটপাট, থাকবে না বৈষম্য। যুবকেরা লেখাপড়া শেষে কাজ পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সংসদে যদি ইসলামপ্রিয় ও সৎ ১৫১ জন সদস্য নির্বাচিত হন, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার দেশে পরিণত হবে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও কর্মসংস্থানের টেকসই উন্নয়ন হবে।’

২৪’র গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা নতুন একটি সুযোগ পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার। দুই হাজারের বেশি শহীদ ও ৩০ হাজার পঙ্গু ছাত্র-জনতার আত্মত্যাগ যেন বৃথা না যায়। আর যেন কোনো শক্তি ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই দায়িত্ব আমাদের সবার।’

প্রথম পথসভাটি সকাল ১০টায় সিকিরহাট খেয়াঘাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মফিজুল ইসলাম।

এরপর সকাল সাড়ে ১০টায় ফুলতলা বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।

শেষ পথসভাটি অনুষ্ঠিত হয় শিরোমনি শহীদ মিনার চত্বরে। সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো।

সভা শেষে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা সিকিরহাট খেয়াঘাটে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।