ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু Logo নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo গ্রেড ও বেতন নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর Logo মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত Logo বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত Logo তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ Logo সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আমি জামাতের সদস্য নই, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি: আমান আযমী

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমান আযমী বলেছেন, তিনি জামাতের কোনো আনুষ্ঠানিক সদস্য বা সমর্থক নন। রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হওয়ার মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্তও তিনি নেননি।

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, “আমি জামাতের সাথে কোনো ফর্ম ফিলআপ করে সদস্য হইনি, এমনকি সমর্থক হিসেবেও আনুষ্ঠানিকভাবে কিছু করিনি। আমি রাজনীতিতে সক্রিয় নই এবং এই মুহূর্তে রাজনীতি করারও কোনো সিদ্ধান্ত নেই।”

তাঁকে জামাতের নেতৃত্বে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আমান আজমী বলেন, “জামাতে পিতার পরিচয়ে কেউ নেতা হয় না। ওরা ক্যাডারভিত্তিক একটা সিস্টেম মেনে চলে। আমি তো সেই সিস্টেমের ভেতরে নেই, তাহলে আমির হওয়ার প্রশ্নই ওঠে না।”

তবে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই সাবেক সেনা কর্মকর্তা। তাঁর ভাষায়, “আমি বলিনি রাজনীতি করবো না। পরিস্থিতি যদি দাবি করে, তাহলে ভাববো। তবে এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।”

দলের সম্ভাব্য ক্ষমতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, “জামাতের মাঠপর্যায়ে অবস্থা কেমন, সেটা নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতিক প্রেক্ষাপটে। এখনই আগাম কিছু বলা সম্ভব না। আমাদের ভোটাররাও সুইং ভোটার। ভোটের ফল আগাম বলা খুব কঠিন।”

জামাতের দুর্নীতিবিরোধী ভাবমূর্তি নিয়েও মন্তব্য করেন আমান আযমী। তিনি বলেন, “জামাতের অতীতে যারা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। বরং সরকারি আমলারা তাদের সততা ও দক্ষতার প্রশংসাই করেছেন। আমি বিশ্বাস করি, জামাত কেউ দায়িত্ব পেলে দুর্নীতির সঙ্গে জড়াবে না।”

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি চাই, যতদিন বেঁচে থাকি, মানুষের জন্য কাজ করতে। কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আমি ইতোমধ্যে যুক্ত হয়েছি। তবে রাজনীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি।”

সূত্র: https://www.facebook.com/share/v/1AfSECqndb/

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু

আমি জামাতের সদস্য নই, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি: আমান আযমী

আপডেট সময় ০৬:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমান আযমী বলেছেন, তিনি জামাতের কোনো আনুষ্ঠানিক সদস্য বা সমর্থক নন। রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হওয়ার মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্তও তিনি নেননি।

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, “আমি জামাতের সাথে কোনো ফর্ম ফিলআপ করে সদস্য হইনি, এমনকি সমর্থক হিসেবেও আনুষ্ঠানিকভাবে কিছু করিনি। আমি রাজনীতিতে সক্রিয় নই এবং এই মুহূর্তে রাজনীতি করারও কোনো সিদ্ধান্ত নেই।”

তাঁকে জামাতের নেতৃত্বে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আমান আজমী বলেন, “জামাতে পিতার পরিচয়ে কেউ নেতা হয় না। ওরা ক্যাডারভিত্তিক একটা সিস্টেম মেনে চলে। আমি তো সেই সিস্টেমের ভেতরে নেই, তাহলে আমির হওয়ার প্রশ্নই ওঠে না।”

তবে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই সাবেক সেনা কর্মকর্তা। তাঁর ভাষায়, “আমি বলিনি রাজনীতি করবো না। পরিস্থিতি যদি দাবি করে, তাহলে ভাববো। তবে এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।”

দলের সম্ভাব্য ক্ষমতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, “জামাতের মাঠপর্যায়ে অবস্থা কেমন, সেটা নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতিক প্রেক্ষাপটে। এখনই আগাম কিছু বলা সম্ভব না। আমাদের ভোটাররাও সুইং ভোটার। ভোটের ফল আগাম বলা খুব কঠিন।”

জামাতের দুর্নীতিবিরোধী ভাবমূর্তি নিয়েও মন্তব্য করেন আমান আযমী। তিনি বলেন, “জামাতের অতীতে যারা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। বরং সরকারি আমলারা তাদের সততা ও দক্ষতার প্রশংসাই করেছেন। আমি বিশ্বাস করি, জামাত কেউ দায়িত্ব পেলে দুর্নীতির সঙ্গে জড়াবে না।”

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি চাই, যতদিন বেঁচে থাকি, মানুষের জন্য কাজ করতে। কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আমি ইতোমধ্যে যুক্ত হয়েছি। তবে রাজনীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি।”

সূত্র: https://www.facebook.com/share/v/1AfSECqndb/