ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্ভয়ে ভোট দিতে আসবা, তোমাদের জন্য অপেক্ষা করছি: ঢাবি উপাচার্য Logo ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না Logo ভিপি প্রার্থী শামীমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংবাদিক ইলিয়াস হোসেনের Logo ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে জুলিয়াস সিজারের রিট খারিজ করেছে হাইকোর্ট Logo সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, নিষিদ্ধ মদ-গাঁজার আসর Logo সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার Logo অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত জাবি শিক্ষার্থী আব্দুল্লাহর দায়িত্ব নিলো ছাত্রশিবির Logo শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে Logo বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল, নির্বাচনি অফিসে তালা Logo পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে মৌলভীবাজারে মৌসাসের না’ত মাহফিল অনুষ্ঠিত

আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস

বাবা নামটি উচ্চারণেই যেন এক নিরাপদ আশ্রয়ের অনুভব। তিনি নীরবে সারাটি জীবন কাটিয়ে দেন আমাদের স্বপ্নগুলো বাস্তব করার জন্য। বাবা মানেই বটবৃক্ষ, যে নিজের রোদ মেনে নিয়ে আমাদের ছায়া দেন।

এই দিনে আমরা স্মরণ করি সেই মানুষটিকে—যিনি চোখের পানি লুকিয়ে হাসেন, যিনি আমাদের জীবনের প্রথম নায়ক, যিনি ঘামে ভেজা ভালোবাসায় গড়ে দেন আমাদের ভবিষ্যৎ।

বাবা কেবল পরিবারের কর্তা নন, তিনি হলেন প্রথম শিক্ষক, শেষ আশ্রয়। তার নিঃস্বার্থ দোয়া আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি দেয়। সমাজে বাবা যেন সেই নীরব ভালোবাসার প্রতীক, যিনি চিৎকার না করেও আমাদের ভরসা ও সাহস হয়ে থাকেন। আজকের দিনে আমাদের প্রত্যয় হোক—শুধু আজ নয়, প্রতিদিন বাবার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করব। কারণ, বাবা মানেই নির্ভরতা, নিশ্চয়তা ও নিঃস্বার্থতা।

ইতিহাস থেকে জানা যায়, বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রয়েছে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোনও বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় গির্জায় ডড মা দিবস পালনের কথা শোনেন। মা দিবস পালনের রীতি রয়েছে কিন্তু বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি ভীষণ অবাক হন।

তারপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। মা ছিল না তার। মায়ের মৃত্যুর পর শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও তাদের সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা। বাবার এই ত্যাগ দেখে ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার।

তারপর অনেক চেষ্টা করে দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করতে পারেন ডড। ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস।

বাবা আমাদের জীবনের ছায়া, আশ্রয় আর শক্তির প্রতীক। তাই বছরে একদিন নয়, প্রতিটি দিনই হোক বাবার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের দিন। শুভ বাবা দিবস।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ভয়ে ভোট দিতে আসবা, তোমাদের জন্য অপেক্ষা করছি: ঢাবি উপাচার্য

আজ বিশ্ব বাবা দিবস

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

বাবা নামটি উচ্চারণেই যেন এক নিরাপদ আশ্রয়ের অনুভব। তিনি নীরবে সারাটি জীবন কাটিয়ে দেন আমাদের স্বপ্নগুলো বাস্তব করার জন্য। বাবা মানেই বটবৃক্ষ, যে নিজের রোদ মেনে নিয়ে আমাদের ছায়া দেন।

এই দিনে আমরা স্মরণ করি সেই মানুষটিকে—যিনি চোখের পানি লুকিয়ে হাসেন, যিনি আমাদের জীবনের প্রথম নায়ক, যিনি ঘামে ভেজা ভালোবাসায় গড়ে দেন আমাদের ভবিষ্যৎ।

বাবা কেবল পরিবারের কর্তা নন, তিনি হলেন প্রথম শিক্ষক, শেষ আশ্রয়। তার নিঃস্বার্থ দোয়া আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি দেয়। সমাজে বাবা যেন সেই নীরব ভালোবাসার প্রতীক, যিনি চিৎকার না করেও আমাদের ভরসা ও সাহস হয়ে থাকেন। আজকের দিনে আমাদের প্রত্যয় হোক—শুধু আজ নয়, প্রতিদিন বাবার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করব। কারণ, বাবা মানেই নির্ভরতা, নিশ্চয়তা ও নিঃস্বার্থতা।

ইতিহাস থেকে জানা যায়, বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রয়েছে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোনও বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় গির্জায় ডড মা দিবস পালনের কথা শোনেন। মা দিবস পালনের রীতি রয়েছে কিন্তু বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি ভীষণ অবাক হন।

তারপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। মা ছিল না তার। মায়ের মৃত্যুর পর শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও তাদের সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা। বাবার এই ত্যাগ দেখে ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার।

তারপর অনেক চেষ্টা করে দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করতে পারেন ডড। ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস।

বাবা আমাদের জীবনের ছায়া, আশ্রয় আর শক্তির প্রতীক। তাই বছরে একদিন নয়, প্রতিটি দিনই হোক বাবার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের দিন। শুভ বাবা দিবস।