ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি

নাটোর সদরে ইউনিয়ন চেয়ারম্যান ঘোষণা করেছে জামায়াত

জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। নাটোরের ০৪টি সংসদীয় আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াত এবং বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন গুলোতেও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। ঘোষণা করেনি সদর উপজেলার ইউনিয়ন গুলোতে, এবার নাটোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা শুরু করেছে দলটি।

শনিবার রাতে সদর উপজেলার ৭নং হালসা ইউনিয়নে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাটোর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মীর নুরুন্নবী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এই খবরটি ।

০৭নং হালসা ইউনিয়নের জন্য চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ছাত্রশিবিরের সাবেক নাটোর শহর শাখার সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী ঢাকা ভয়েস24 কে বলেন, ‘শনিবার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে শুধু একটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে । যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিক ভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’

জনপ্রিয় সংবাদ

রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

নাটোর সদরে ইউনিয়ন চেয়ারম্যান ঘোষণা করেছে জামায়াত

আপডেট সময় ১২:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। নাটোরের ০৪টি সংসদীয় আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াত এবং বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন গুলোতেও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। ঘোষণা করেনি সদর উপজেলার ইউনিয়ন গুলোতে, এবার নাটোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা শুরু করেছে দলটি।

শনিবার রাতে সদর উপজেলার ৭নং হালসা ইউনিয়নে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাটোর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মীর নুরুন্নবী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এই খবরটি ।

০৭নং হালসা ইউনিয়নের জন্য চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ছাত্রশিবিরের সাবেক নাটোর শহর শাখার সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী ঢাকা ভয়েস24 কে বলেন, ‘শনিবার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে শুধু একটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে । যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিক ভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’