ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক

গণসংযোগে বাধা, হামলায় আহত ৫ জামায়াত নেতাকর্মী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (তারিখ দিতে পারেন) দুপুরে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল ইলিয়াস মোল্লার কর্মসূচিতে হামলা চালায়। এসময় বাঁশ, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা জামায়াত কর্মীদের ওপর চড়াও হয়। এতে ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ অন্তত পাঁচজন কর্মী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে একজনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, “জনাব ইলিয়াস মোল্লা একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতা। তিনি জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য এবং দুপতারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ব্যাপক জনপ্রিয়। তার গণসংযোগে সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং গণতন্ত্রবিরোধী আচরণ।”

তারা আরও বলেন, “০৫ আগস্টে ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর দেশের রাজনীতিতে সহনশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, তা আজকের ঘটনায় ভূলুণ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের পরও এমন হামলা প্রমাণ করে, দেশে এখনো রাজনৈতিক সহিংসতার ধারা বন্ধ হয়নি।”

নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

গণসংযোগে বাধা, হামলায় আহত ৫ জামায়াত নেতাকর্মী

আপডেট সময় ১১:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (তারিখ দিতে পারেন) দুপুরে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল ইলিয়াস মোল্লার কর্মসূচিতে হামলা চালায়। এসময় বাঁশ, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা জামায়াত কর্মীদের ওপর চড়াও হয়। এতে ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ অন্তত পাঁচজন কর্মী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে একজনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, “জনাব ইলিয়াস মোল্লা একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতা। তিনি জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য এবং দুপতারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ব্যাপক জনপ্রিয়। তার গণসংযোগে সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং গণতন্ত্রবিরোধী আচরণ।”

তারা আরও বলেন, “০৫ আগস্টে ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর দেশের রাজনীতিতে সহনশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, তা আজকের ঘটনায় ভূলুণ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের পরও এমন হামলা প্রমাণ করে, দেশে এখনো রাজনৈতিক সহিংসতার ধারা বন্ধ হয়নি।”

নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।