ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

সংলাপ নিয়ে সরকারের আপত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

সংলাপ নিয়ে সরকারের আপত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক সংলাপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বন্ধু দেশ কোনো পরামর্শ দিলে সরকার তা মূল্যায়ন করে। এ ক্ষেত্রে সংলাপ নিয়ে সরকারের আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল সোমবার ওই চিঠি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে পৌঁছে দিয়েছেন। বিএনপিও যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ এখনো চিঠি পাওয়ার বিষয়ে জানায়নি।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানাতে বড় তিন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে চারটি বার্তা নিয়ে যাচ্ছেন। এগুলো হলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সব পক্ষকে সহিংসতা পরিহার ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

স্টিফেন ইভেলি জানান, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়। যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘থ্রি সি নীতি’ (ভিসা নিষেধাজ্ঞা) কার্যকর করতে থাকবে।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

সংলাপ নিয়ে সরকারের আপত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

রাজনৈতিক সংলাপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বন্ধু দেশ কোনো পরামর্শ দিলে সরকার তা মূল্যায়ন করে। এ ক্ষেত্রে সংলাপ নিয়ে সরকারের আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল সোমবার ওই চিঠি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে পৌঁছে দিয়েছেন। বিএনপিও যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ এখনো চিঠি পাওয়ার বিষয়ে জানায়নি।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানাতে বড় তিন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে চারটি বার্তা নিয়ে যাচ্ছেন। এগুলো হলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সব পক্ষকে সহিংসতা পরিহার ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

স্টিফেন ইভেলি জানান, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়। যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘থ্রি সি নীতি’ (ভিসা নিষেধাজ্ঞা) কার্যকর করতে থাকবে।