ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ওপর হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে : নেতানিয়াহু

  • মোশারফ
  • আপডেট সময় ০৫:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • 145

ইরানের ওপর হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে : নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।

নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের শুরুতে এটা ছিল প্রথম পর্যায়ের হামলা।

‘আমরা প্রাথমিক হামলা চালিয়েছি, যা খুবই সফল হয়েছে এবং ঈশ্বরের সহায়তায় আমরা আরও অনেক কিছু অর্জন করব’, যোগ করেন নেতানিয়াহু। এক ভিডিওবার্তায় ইসরাইলি নেতা এসব কথা বলেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘অনেকদিন ধরে’ ইরানের বিরুদ্ধে হামলা চলতে পারে।

এদিকে ইসরাইলকে এ হামলার জন্য ‘শাস্তি’ দেবেন বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, এই অপরাধের মাধ্যমে (ইসরাইলের) জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেওয়া হবে। তেহরান ও অন্যান্য শহরে ইসরাইলি হামলার কয়েক ঘণ্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এ হামলা চালানো হয়েছে।

এ হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। অনেক বেসামরিক মানুষ নিহতের তথ্যও জানা গেছে। ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধনকেন্দ্রও অন্তর্ভুক্ত।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরের কুরআন শিক্ষা প্রোগ্রামে ছাত্রদলের হামলা

ইরানের ওপর হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে : নেতানিয়াহু

আপডেট সময় ০৫:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত হামলা ‘অত্যন্ত সফল’ হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।

নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের শুরুতে এটা ছিল প্রথম পর্যায়ের হামলা।

‘আমরা প্রাথমিক হামলা চালিয়েছি, যা খুবই সফল হয়েছে এবং ঈশ্বরের সহায়তায় আমরা আরও অনেক কিছু অর্জন করব’, যোগ করেন নেতানিয়াহু। এক ভিডিওবার্তায় ইসরাইলি নেতা এসব কথা বলেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘অনেকদিন ধরে’ ইরানের বিরুদ্ধে হামলা চলতে পারে।

এদিকে ইসরাইলকে এ হামলার জন্য ‘শাস্তি’ দেবেন বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, এই অপরাধের মাধ্যমে (ইসরাইলের) জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেওয়া হবে। তেহরান ও অন্যান্য শহরে ইসরাইলি হামলার কয়েক ঘণ্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এ হামলা চালানো হয়েছে।

এ হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। অনেক বেসামরিক মানুষ নিহতের তথ্যও জানা গেছে। ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধনকেন্দ্রও অন্তর্ভুক্ত।