ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ

জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আগেই ছিল মেহেদী হাসান মিরাজের। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।

এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মিরাজকে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে মিরাজের অধিনায়কত্বের নতুন অধ্যায়। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতেই ফিরছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সফরে থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও। যেখানে যথারীতি টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আর টি-টোয়েন্টিতে থাকবেন লিটন দাস। ওয়ানডেতে এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন করবেন মিরাজ।

২৭ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট—সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় নয় বছর। অবশেষে সেই সুযোগ মিলল পূর্ণ পরিসরে।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবিত “তিন সংস্করণে তিন অধিনায়ক” নীতিতে সম্মতি জানান। সে ধারাবাহিকতায় টেস্টে শান্ত ও টি-টোয়েন্টিতে লিটনের পর এবার ওয়ানডের দায়িত্বও গুছিয়ে দেওয়া হলো মিরাজের হাতে।

গত বছর টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত। এবার ওয়ানডে থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে গতি আনল বিসিবি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর সেই ফেরার মঞ্চেই নতুন নেতৃত্বে শুরু হবে নতুন যাত্রা।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ

আপডেট সময় ০৯:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আগেই ছিল মেহেদী হাসান মিরাজের। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।

এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মিরাজকে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে মিরাজের অধিনায়কত্বের নতুন অধ্যায়। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতেই ফিরছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সফরে থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও। যেখানে যথারীতি টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আর টি-টোয়েন্টিতে থাকবেন লিটন দাস। ওয়ানডেতে এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন করবেন মিরাজ।

২৭ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট—সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় নয় বছর। অবশেষে সেই সুযোগ মিলল পূর্ণ পরিসরে।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবিত “তিন সংস্করণে তিন অধিনায়ক” নীতিতে সম্মতি জানান। সে ধারাবাহিকতায় টেস্টে শান্ত ও টি-টোয়েন্টিতে লিটনের পর এবার ওয়ানডের দায়িত্বও গুছিয়ে দেওয়া হলো মিরাজের হাতে।

গত বছর টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত। এবার ওয়ানডে থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে গতি আনল বিসিবি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর সেই ফেরার মঞ্চেই নতুন নেতৃত্বে শুরু হবে নতুন যাত্রা।