ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

লক্ষ্মীপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ই জুন )লক্ষ্মীপুর শহরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মুহাম্মদ আরমান পাটওয়ারী। এছাড়াও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন,”শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং একটি আদর্শ জীবন গঠনের মাধ্যম। মেধার সঙ্গে যদি নৈতিকতা ও মূল্যবোধের সংমিশ্রণ না থাকে, তাহলে সেই শিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। আজকের শিক্ষার্থীদের জ্ঞান, দেশপ্রেম এবং চারিত্রিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি মুহাম্মদ আরমান পাটওয়ারী বলেন,”একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে সেই জাতির তরুণদের উপর। তোমরা আজ যে কৃতিত্ব অর্জন করেছো, তা শুধু ব্যক্তিগত নয়—এটি দেশ ও জাতির জন্য আশার আলো। তোমাদের মধ্যে থেকেই ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব বেরিয়ে আসবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য জেলা সভাপতি মু. আবদুর রহমান বলেন,”এই সফলতার মুহূর্ত হোক আরও বড় স্বপ্ন দেখার প্রেরণা। বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেবল পড়ালেখায় নয়, আদর্শ, সততা ও মানবিক গুণাবলিতে নিজেকে সমৃদ্ধ করা—তবেই প্রকৃত অর্থে তোমরা সফল হবে।”

সংবর্ধিত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, “এ ধরনের স্বীকৃতি আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। আমরা আমাদের অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

লক্ষ্মীপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

আপডেট সময় ০৩:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ই জুন )লক্ষ্মীপুর শহরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মুহাম্মদ আরমান পাটওয়ারী। এছাড়াও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন,”শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং একটি আদর্শ জীবন গঠনের মাধ্যম। মেধার সঙ্গে যদি নৈতিকতা ও মূল্যবোধের সংমিশ্রণ না থাকে, তাহলে সেই শিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। আজকের শিক্ষার্থীদের জ্ঞান, দেশপ্রেম এবং চারিত্রিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি মুহাম্মদ আরমান পাটওয়ারী বলেন,”একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে সেই জাতির তরুণদের উপর। তোমরা আজ যে কৃতিত্ব অর্জন করেছো, তা শুধু ব্যক্তিগত নয়—এটি দেশ ও জাতির জন্য আশার আলো। তোমাদের মধ্যে থেকেই ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব বেরিয়ে আসবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য জেলা সভাপতি মু. আবদুর রহমান বলেন,”এই সফলতার মুহূর্ত হোক আরও বড় স্বপ্ন দেখার প্রেরণা। বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেবল পড়ালেখায় নয়, আদর্শ, সততা ও মানবিক গুণাবলিতে নিজেকে সমৃদ্ধ করা—তবেই প্রকৃত অর্থে তোমরা সফল হবে।”

সংবর্ধিত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, “এ ধরনের স্বীকৃতি আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। আমরা আমাদের অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।