ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত অর্ধশত

  • মোশারফ
  • আপডেট সময় ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 162

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত অর্ধশত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে প্রবল বৃষ্টি ও তুষারপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একাধিক স্কুলশিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী অস্কার মাবুইয়ানে বুধবার সকালে জানিয়েছেন, ‘প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

এর আগে মথাথা শহরে গত মঙ্গলবার সকালে একটি সেতু পার হওয়ার সময় একটি বাস স্রোতে ভেসে যায়। এই ঘটনায় বাসের চালক, কন্ডাক্টর ও চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও চার শিশু।

স্থানীয় টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকা-কে একজন কর্মকর্তা বলেন, আটটি মরদেহ উদ্ধার হয়েছে।

তাদের মধ্যে বাসচালকও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি জানিয়েছে, মঙ্গলবার তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে মোট ১৩ জন ছিলেন, যাদের মধ্যে ১১ জনই স্কুলশিক্ষার্থী।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শোক প্রকাশ করে বলেছেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

এই কঠিন আবহাওয়ায় সবাইকে সতর্কতা, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানাই। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মাবুইয়ানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মথাথা শহরের উপকণ্ঠে ডেকোলিগনি গ্রামের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন।

এ সময় উদ্ধারকাজে সাহায্য করার পাশাপাশি প্রতিবেশীদের সতর্ক করায় তিনি স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন।

সরকারি তথ্যমতে, ইস্টার্ন কেপ প্রদেশে ওআর টাম্বো, আমাথোলি এবং অ্যালফ্রেড নজো জেলায় ৫৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাশের প্রদেশ কওয়াজুলু-নাটালেও ৬৮টি স্কুলের ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত অর্ধশত

আপডেট সময় ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে প্রবল বৃষ্টি ও তুষারপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একাধিক স্কুলশিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী অস্কার মাবুইয়ানে বুধবার সকালে জানিয়েছেন, ‘প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

এর আগে মথাথা শহরে গত মঙ্গলবার সকালে একটি সেতু পার হওয়ার সময় একটি বাস স্রোতে ভেসে যায়। এই ঘটনায় বাসের চালক, কন্ডাক্টর ও চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও চার শিশু।

স্থানীয় টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকা-কে একজন কর্মকর্তা বলেন, আটটি মরদেহ উদ্ধার হয়েছে।

তাদের মধ্যে বাসচালকও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি জানিয়েছে, মঙ্গলবার তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে মোট ১৩ জন ছিলেন, যাদের মধ্যে ১১ জনই স্কুলশিক্ষার্থী।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শোক প্রকাশ করে বলেছেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

এই কঠিন আবহাওয়ায় সবাইকে সতর্কতা, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানাই। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মাবুইয়ানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মথাথা শহরের উপকণ্ঠে ডেকোলিগনি গ্রামের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন।

এ সময় উদ্ধারকাজে সাহায্য করার পাশাপাশি প্রতিবেশীদের সতর্ক করায় তিনি স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন।

সরকারি তথ্যমতে, ইস্টার্ন কেপ প্রদেশে ওআর টাম্বো, আমাথোলি এবং অ্যালফ্রেড নজো জেলায় ৫৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাশের প্রদেশ কওয়াজুলু-নাটালেও ৬৮টি স্কুলের ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।