ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

‎হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রণক্ষেত্র, আহত ১০

‎হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রণক্ষেত্র, আহত ১০

‎আবিদ উল্যাহ জাকের: ‎নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বেঁকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

‎আহতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রুবেল (দুইজন), মোহাম্মদ ইউসুফ, মো. জুয়েল, মোহাম্মদ ছালেহ উদ্দিন, মোহাম্মদ রিটন, মোহাম্মদ রাফুল, মো. রাসেল, মো. মেহরাজ উদ্দিন এবং আলাউদ্দিন জাহের।
‎তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আলাউদ্দিন জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, তমরদ্দি লঞ্চঘাট নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এই বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে তানভীর গ্রুপ বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বলীর পুলের কাছে জড়ো হয়। এ সময় আলমগীর গ্রুপের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরে রূপ নেয় সংঘর্ষে।

‎সংঘর্ষে তানভীর গ্রুপের চারজন ও আলমগীর গ্রুপের ছয়জন আহত হন।

‎আলমগীর কবির অভিযোগ করে বলেন, “আমার কর্মীরা অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য জড়ো হলে ফকিরা চোরা, সাজ্জাদ, বাবুল, তারেক, জাহেদ, খালেক, রিপন, মজনু, খোকন ও সুমনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।”

‎অন্যদিকে, তানভীর বলেন, “আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে আসা কর্মীদের বাধা দেওয়া হয়। তারা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আমার ৪ কর্মী আহত হয়েছেন।”

‎এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

‎স্থানীয় রাজনৈতিক মহল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘর্ষ এড়াতে দলীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

‎হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রণক্ষেত্র, আহত ১০

আপডেট সময় ১২:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

‎আবিদ উল্যাহ জাকের: ‎নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বেঁকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

‎আহতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রুবেল (দুইজন), মোহাম্মদ ইউসুফ, মো. জুয়েল, মোহাম্মদ ছালেহ উদ্দিন, মোহাম্মদ রিটন, মোহাম্মদ রাফুল, মো. রাসেল, মো. মেহরাজ উদ্দিন এবং আলাউদ্দিন জাহের।
‎তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আলাউদ্দিন জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, তমরদ্দি লঞ্চঘাট নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এই বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে তানভীর গ্রুপ বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বলীর পুলের কাছে জড়ো হয়। এ সময় আলমগীর গ্রুপের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরে রূপ নেয় সংঘর্ষে।

‎সংঘর্ষে তানভীর গ্রুপের চারজন ও আলমগীর গ্রুপের ছয়জন আহত হন।

‎আলমগীর কবির অভিযোগ করে বলেন, “আমার কর্মীরা অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য জড়ো হলে ফকিরা চোরা, সাজ্জাদ, বাবুল, তারেক, জাহেদ, খালেক, রিপন, মজনু, খোকন ও সুমনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।”

‎অন্যদিকে, তানভীর বলেন, “আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে আসা কর্মীদের বাধা দেওয়া হয়। তারা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আমার ৪ কর্মী আহত হয়েছেন।”

‎এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

‎স্থানীয় রাজনৈতিক মহল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘর্ষ এড়াতে দলীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।