ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্দোলনকারীদের সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলো শেখ হাসিনা Logo থানায় ঢুকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ছুরিকাঘাতে আহত এসআই, পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক Logo আজ যে এলাকয় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না Logo গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ছাড়াল ৫৯ হাজার ৫০০ Logo বাংলাদেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন: মো. তৌহিদ হোসেন Logo মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি Logo আগামী ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের Logo ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ১, আহত ১ Logo জুমার দিনের বিশেষ ৬টি আমল Logo ভারতে পালানোর সময় সাবেক শ্রমিক লীগ নেতা আটক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের মাত্র ২৯ বছর বয়সেই বিষ্ফোরক ব্যাটার নিকোলাস পুরান। ঘোষণা করলেন ৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি। দিনকয়েক আগে মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তার রেশ কাটতে না কাটতেই সেই দলে নাম লেখালেন পুরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তার।

মঙ্গলবার (১০ জুন) ইনস্টাগ্রামে এক নোটের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন পুরান। তিনি লেখেন, ‘অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘এই খেলাকে আমি অনেক ভালোবাসি, আমাকে অনেক কিছু দিয়েছে। আনন্দ, উদ্দেশ্য, অম্লান স্মৃতি এবং ক্যারিবিয়ান জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ। মেরুন জার্সি পরা, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা এবং প্রতিবার মাঠে নামার সময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করা- এই অভিজ্ঞতাগুলোকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন।’

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পুরান। গত ৯ বছরে কোনো টেস্ট খেলেননি, খেলেছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৬১ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটিও ২০২৩ সালে। এরপর থেকে শুধু টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন। তবে চলতি বছরে আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

তবে এর মাঝেও তিনি বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি রানের মালিক। দলটার পক্ষে সর্বোচ্চ ম্যাচ ১০৬ ও সর্বোচ্চ ২২৭৫ রান করেছেন তিনি। একইসাথে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৪৯ ছক্কার রেকর্ডও তার, সব মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ।

আর ৬১ ওয়ানডেতে পুরানের আছে ১৯৮৩ রান। ৩ সেঞ্চুরির সাথে আছে ১১ ফিফটি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাবেন পুরান। সর্বশেষ মাঠে নেমেছেন সদ্য সমাপ্ত আইপিএলে। এই টুর্নামেন্টে লক্ষ্ণৌর হয়ে ৫০০ রান করার পথে মেরেছেন আসরের সর্বোচ্চ ৪০ ছক্কা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্দোলনকারীদের সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলো শেখ হাসিনা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিকোলাস পুরান

আপডেট সময় ০১:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের মাত্র ২৯ বছর বয়সেই বিষ্ফোরক ব্যাটার নিকোলাস পুরান। ঘোষণা করলেন ৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি। দিনকয়েক আগে মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তার রেশ কাটতে না কাটতেই সেই দলে নাম লেখালেন পুরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তার।

মঙ্গলবার (১০ জুন) ইনস্টাগ্রামে এক নোটের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন পুরান। তিনি লেখেন, ‘অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘এই খেলাকে আমি অনেক ভালোবাসি, আমাকে অনেক কিছু দিয়েছে। আনন্দ, উদ্দেশ্য, অম্লান স্মৃতি এবং ক্যারিবিয়ান জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ। মেরুন জার্সি পরা, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা এবং প্রতিবার মাঠে নামার সময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করা- এই অভিজ্ঞতাগুলোকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন।’

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পুরান। গত ৯ বছরে কোনো টেস্ট খেলেননি, খেলেছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৬১ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটিও ২০২৩ সালে। এরপর থেকে শুধু টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন। তবে চলতি বছরে আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

তবে এর মাঝেও তিনি বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি রানের মালিক। দলটার পক্ষে সর্বোচ্চ ম্যাচ ১০৬ ও সর্বোচ্চ ২২৭৫ রান করেছেন তিনি। একইসাথে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৪৯ ছক্কার রেকর্ডও তার, সব মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ।

আর ৬১ ওয়ানডেতে পুরানের আছে ১৯৮৩ রান। ৩ সেঞ্চুরির সাথে আছে ১১ ফিফটি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাবেন পুরান। সর্বশেষ মাঠে নেমেছেন সদ্য সমাপ্ত আইপিএলে। এই টুর্নামেন্টে লক্ষ্ণৌর হয়ে ৫০০ রান করার পথে মেরেছেন আসরের সর্বোচ্চ ৪০ ছক্কা।