ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ Logo ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না” Logo বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: ড. আসিফ নজরুল Logo হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ Logo মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড Logo দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের- রাকিব Logo ভালুকায় মা সহ দুই মেয়েকে জবাই করে হত্যা Logo সড়কের বেহাল দশা, লক্ষ্মীপুরের স্থানীয়রা পড়েছেন প্রকৌঁশলীর গায়েবানা জানাজা Logo অযৌক্তিক ধর্মঘট নিয়ে প্রতিবাদ করায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ Logo বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

শেষ হয়েছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এখন হজযাত্রীদের দেশে ফেরার প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। এদিকে, চলমান হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৯০ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আরও ২৩ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন, যখন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন তারা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা। এরপর বিদায়ী তাওয়াফ ও সাঈ সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০ শতাংশ কমে গেছে। তাপজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১ হাজার ৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২ হাজার ৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন। এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

আপডেট সময় ১০:২৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

শেষ হয়েছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এখন হজযাত্রীদের দেশে ফেরার প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। এদিকে, চলমান হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৯০ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আরও ২৩ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ জুন, যখন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন তারা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে মূল কার্যক্রম শেষ করেন হাজিরা। এরপর বিদায়ী তাওয়াফ ও সাঈ সম্পন্ন করে তারা হজের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০ শতাংশ কমে গেছে। তাপজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১ হাজার ৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২ হাজার ৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন। এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব।