ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলিদের শিরোপা-উদযাপনে এসে মৃত্যু ১১, আহত ৫০

কোহলিদের শিরোপা-উদযাপনে এসে মৃত্যু ১১, আহত ৫০

১৮ বছরের স্বপ্ন মঙ্গলবার রাতে বাস্তবে রূপ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এদিন আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে বিরাট কোহলিরা আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন। তবে এই শিরোপার আনন্দ বিষাদে রূপ নিয়েছে।

বুধবার ( ৪ জুন ) দুপুরে বেঙ্গালুরুতে ট্রফি নিয়ে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিদের শিরোপা উল্লাসে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অন্তত সাতজন।

তাৎক্ষণিকভাবে পাওয়া মৃতের সংখ্যা নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় আছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্তত সাতজন মারা গেছেন। সংবাদ সংস্থা রয়টার্সও তা-ই জানিয়েছে। তবে এনডিটিভির প্রতিবেদনে লেখা, আরসিবির শিরোপা উদযাপন করতে গিয়ে ১১ জন পদদলিত হয়ে নিহত হয়েছেন এবং ৫০ জনের বেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ধারণা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, বিকেল ৫টা থেকে ভিক্টরি প্যারেড হওয়ার কথা ছিল। কর্ণাটকের বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত সেই প্যারেড যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাফিক ব্যবস্থার দোহাই দিয়ে বেঙ্গালুরুর পুলিশ আরসিবিকে বিজয় প্যারেডের অনুমতি দেয়নি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

কোহলিদের শিরোপা-উদযাপনে এসে মৃত্যু ১১, আহত ৫০

আপডেট সময় ১১:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

১৮ বছরের স্বপ্ন মঙ্গলবার রাতে বাস্তবে রূপ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এদিন আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে বিরাট কোহলিরা আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন। তবে এই শিরোপার আনন্দ বিষাদে রূপ নিয়েছে।

বুধবার ( ৪ জুন ) দুপুরে বেঙ্গালুরুতে ট্রফি নিয়ে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিদের শিরোপা উল্লাসে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অন্তত সাতজন।

তাৎক্ষণিকভাবে পাওয়া মৃতের সংখ্যা নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় আছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্তত সাতজন মারা গেছেন। সংবাদ সংস্থা রয়টার্সও তা-ই জানিয়েছে। তবে এনডিটিভির প্রতিবেদনে লেখা, আরসিবির শিরোপা উদযাপন করতে গিয়ে ১১ জন পদদলিত হয়ে নিহত হয়েছেন এবং ৫০ জনের বেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ধারণা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, বিকেল ৫টা থেকে ভিক্টরি প্যারেড হওয়ার কথা ছিল। কর্ণাটকের বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত সেই প্যারেড যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাফিক ব্যবস্থার দোহাই দিয়ে বেঙ্গালুরুর পুলিশ আরসিবিকে বিজয় প্যারেডের অনুমতি দেয়নি।