ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক Logo টিভিতে যা দেখবে আজ Logo শিশু আছিয়ার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করল জামায়াত Logo ৫ আগস্টের আগে রাজনীতিমুক্ত ঘোষণা দেওয়া ছাত্রী পেলেন ছাত্রদলে পদ Logo সাপ্তাহিক ‘হাতিয়ার কথা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন পেলেন সাংবাদিক কেফায়েতুল্লাহ Logo বাকসু নিয়ে বিতর্কিত গণভোট আয়োজনের অভিযোগ ববি ছাত্র কাউন্সিলের বিরুদ্ধে Logo ‎বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ জেলাবাসী, করেছে বিক্ষোভ ‎ Logo উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া Logo ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প Logo নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ

পাবনায় পশু হাটে ঠান্ডা পানি বিতরণ করল ছাত্রশিবির

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত জনতার মুখে প্রশান্তির হাসি এনে দিতে পাবনা জেলার অন্যতম পশুর হাট শ্যামগঞ্জ (সাগরকান্দি) হাটে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমিনপুর থানা শাখা ।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু হাটগুলোতে জনসমাগম বাড়ার পাশাপাশি অসহনীয় তাপদাহে সাধারণ মানুষ ও গরু ব্যবসায়ীদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

পশুর হাটে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা হাতে কলস, মগ ও পানির ড্রাম নিয়ে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন। বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে পানির স্টল বসিয়ে তাঁরা পথচারী, হাটে আগত ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে এই সেবা প্রদান করেন।

আমিনপুর থানা সভাপতি তানভির হাসান নিরবের নেতৃত্বে পানি ও শরবত বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। তিনি বলেন, “গরমের এই তীব্রতায় মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা চেয়েছি ছোট পরিসরে হলেও মানুষকে কিছুটা স্বস্তি দিতে। এটা আমাদের সেবামূলক কাজের একটি অংশ।”

উক্ত কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয় স্থানীয় নেতাকর্মী এবং  শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্ররা। তাঁরা বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের। এই কাজ করে আমরা আত্মতৃপ্তি পাচ্ছি।”

হাটে আগত এক গরু বিক্রেতা বলেন, “রোদের মধ্যে দীর্ঘ সময় দাড়িয়ে আছি অনেক কষ্ট হচ্ছিল। শিবিরের ছেলেরা এসে পানি দিলো খেয়ে এখন ভালো লাগছে, আল্লাহ ওদের ভালো করুক, এভাবেই আজীবন মানুষের সেবা করে যাক এই প্রত্যাশা।”

সাধারণ জনগণের এই প্রশংসা প্রমাণ করে, ছাত্রশিবিরের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

পাবনায় পশু হাটে ঠান্ডা পানি বিতরণ করল ছাত্রশিবির

আপডেট সময় ০৮:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত জনতার মুখে প্রশান্তির হাসি এনে দিতে পাবনা জেলার অন্যতম পশুর হাট শ্যামগঞ্জ (সাগরকান্দি) হাটে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমিনপুর থানা শাখা ।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু হাটগুলোতে জনসমাগম বাড়ার পাশাপাশি অসহনীয় তাপদাহে সাধারণ মানুষ ও গরু ব্যবসায়ীদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

পশুর হাটে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা হাতে কলস, মগ ও পানির ড্রাম নিয়ে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন। বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে পানির স্টল বসিয়ে তাঁরা পথচারী, হাটে আগত ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে এই সেবা প্রদান করেন।

আমিনপুর থানা সভাপতি তানভির হাসান নিরবের নেতৃত্বে পানি ও শরবত বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। তিনি বলেন, “গরমের এই তীব্রতায় মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা চেয়েছি ছোট পরিসরে হলেও মানুষকে কিছুটা স্বস্তি দিতে। এটা আমাদের সেবামূলক কাজের একটি অংশ।”

উক্ত কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয় স্থানীয় নেতাকর্মী এবং  শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্ররা। তাঁরা বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের। এই কাজ করে আমরা আত্মতৃপ্তি পাচ্ছি।”

হাটে আগত এক গরু বিক্রেতা বলেন, “রোদের মধ্যে দীর্ঘ সময় দাড়িয়ে আছি অনেক কষ্ট হচ্ছিল। শিবিরের ছেলেরা এসে পানি দিলো খেয়ে এখন ভালো লাগছে, আল্লাহ ওদের ভালো করুক, এভাবেই আজীবন মানুষের সেবা করে যাক এই প্রত্যাশা।”

সাধারণ জনগণের এই প্রশংসা প্রমাণ করে, ছাত্রশিবিরের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।