ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব২০ বিশ্ব চ্যাম্পিয়ন এখন মরক্কো Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম

প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে এক পাঁঠা’! দেখতে শত মানুষের ভীড়

কুষ্টিয়ায় পাঁঠায় দিচ্ছে দুধ। এমনি এক ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার নগর-মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায়। কুষ্টিয়ার সদর উপজেলার নগর-মোহাম্মদপুর ইউনিয়নের ক্যানেলপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও বিরল ঘটনা। একটি পাঁঠা (পুরুষ ছাগল) দুধ দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আলোচনার ঝড়। খামারি আবুল কাশেমের বাড়িতে প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ।

কেউ কেউ অলৌকিক ঘটনা বললেও এলাকাবাসী বলছেন এর আগে কখনো পাঁঠাকে দুধ দিতে দেখেননি তারা। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা এটাকে জেনেটিক ফ্যাক্ট বললেন।

জানা গেছে, নগর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেম নামের ওই ব্যক্তি ৩০ বছর ধরে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন। এর পাশাপাশি তার পাঁঠা পালন খামার রয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় তার খামারের পাঁঠা বিক্রি হয়ে থাকে। তবে সপ্তাহখানেক আগে তার খামারের একটি পাঁঠা থেকে প্রতিদিন আধা কেজি করে দুধ সংগ্রহ করছেন তিনি। বিষয়টি এখন ওই এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
আবুল কাশেমের বাড়িতে গিয়ে দেখা গেছে, এলাকা ছাড়াও বাইরের মানুষজন ভিড় করেছেন পাঁঠা দেখতে। কালো রঙের ছাগলটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। উৎসুক জনতা দুধ সংগ্রহের জন্য খামারি আবুল কাশেমকে অনুরোধ করলে তার স্ত্রী একবার দুধ সংগ্রহ করে দেখান।

খামারি আবুল কাশেম জানান, তার খামারে ৫০ থেকে ৬০টি পাঁঠা রয়েছে। এর মধ্যে এক সপ্তাহ আগে একটি ছাগলের দুধের ওলান থাকার বিষয়টি টের পাই। দুধের ওলানে চাপ দিলে দুধ পড়তে থাকে। পাঁঠাটির বয়স তিন বছর।

আবুল কাশেমের স্ত্রী সেলিনা বেগম বলেন, ‘অনেকেই শখ করে পাঁঠার দুধ খাচ্ছেন। আবার বাসাবাড়ির জন্যও নিয়ে যাচ্ছেন। প্রতিদিন আধা লিটার করে দুধ সংগ্রহ করছি।’

এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা বলেন, ‘এমন ঘটনা আগে কখনো দেখিনি। পাঁঠা শুধু প্রজনন সেবার কাজেই ব্যবহার করা হয় বলে জানতাম। এটা অলৌকিক ঘটনাও হতে পারে।’

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘এটি সাধারণ ঘটনা না হলেও কোনো অলৌকিক ঘটনা নয়। আমি প্রতিনিধি পাঠিয়ে সত্যতা যাচাই করেছি। এটি ব্যতিক্রমী ঘটনা, তবে অসম্ভব কিছু নয়। এটাকে জেনেটিক ফ্যাক্ট বলা হয়ে থাকে। হরমনগত পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। আর দুধের বিষয়টি ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে খাবার উপযোগী কি না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব২০ বিশ্ব চ্যাম্পিয়ন এখন মরক্কো

প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে এক পাঁঠা’! দেখতে শত মানুষের ভীড়

আপডেট সময় ০১:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

কুষ্টিয়ায় পাঁঠায় দিচ্ছে দুধ। এমনি এক ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার নগর-মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায়। কুষ্টিয়ার সদর উপজেলার নগর-মোহাম্মদপুর ইউনিয়নের ক্যানেলপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও বিরল ঘটনা। একটি পাঁঠা (পুরুষ ছাগল) দুধ দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আলোচনার ঝড়। খামারি আবুল কাশেমের বাড়িতে প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ।

কেউ কেউ অলৌকিক ঘটনা বললেও এলাকাবাসী বলছেন এর আগে কখনো পাঁঠাকে দুধ দিতে দেখেননি তারা। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা এটাকে জেনেটিক ফ্যাক্ট বললেন।

জানা গেছে, নগর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেম নামের ওই ব্যক্তি ৩০ বছর ধরে ছাগল প্রজনন সেবা দিয়ে আসছেন। এর পাশাপাশি তার পাঁঠা পালন খামার রয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় তার খামারের পাঁঠা বিক্রি হয়ে থাকে। তবে সপ্তাহখানেক আগে তার খামারের একটি পাঁঠা থেকে প্রতিদিন আধা কেজি করে দুধ সংগ্রহ করছেন তিনি। বিষয়টি এখন ওই এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
আবুল কাশেমের বাড়িতে গিয়ে দেখা গেছে, এলাকা ছাড়াও বাইরের মানুষজন ভিড় করেছেন পাঁঠা দেখতে। কালো রঙের ছাগলটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। উৎসুক জনতা দুধ সংগ্রহের জন্য খামারি আবুল কাশেমকে অনুরোধ করলে তার স্ত্রী একবার দুধ সংগ্রহ করে দেখান।

খামারি আবুল কাশেম জানান, তার খামারে ৫০ থেকে ৬০টি পাঁঠা রয়েছে। এর মধ্যে এক সপ্তাহ আগে একটি ছাগলের দুধের ওলান থাকার বিষয়টি টের পাই। দুধের ওলানে চাপ দিলে দুধ পড়তে থাকে। পাঁঠাটির বয়স তিন বছর।

আবুল কাশেমের স্ত্রী সেলিনা বেগম বলেন, ‘অনেকেই শখ করে পাঁঠার দুধ খাচ্ছেন। আবার বাসাবাড়ির জন্যও নিয়ে যাচ্ছেন। প্রতিদিন আধা লিটার করে দুধ সংগ্রহ করছি।’

এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা বলেন, ‘এমন ঘটনা আগে কখনো দেখিনি। পাঁঠা শুধু প্রজনন সেবার কাজেই ব্যবহার করা হয় বলে জানতাম। এটা অলৌকিক ঘটনাও হতে পারে।’

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘এটি সাধারণ ঘটনা না হলেও কোনো অলৌকিক ঘটনা নয়। আমি প্রতিনিধি পাঠিয়ে সত্যতা যাচাই করেছি। এটি ব্যতিক্রমী ঘটনা, তবে অসম্ভব কিছু নয়। এটাকে জেনেটিক ফ্যাক্ট বলা হয়ে থাকে। হরমনগত পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। আর দুধের বিষয়টি ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে খাবার উপযোগী কি না।’