ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব২০ বিশ্ব চ্যাম্পিয়ন এখন মরক্কো Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম

নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকা থেকে ১৬৪০ লিটার দেশীয় চোলাই মদ ও চোলাই মদের উপকরন, চিটা গুড় ৫,৪০০ লিটার ও মাদক তৈরীর অন্যান্য উপকরণ সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ০২ এপ্রিল সোমবার নবাবগঞ্জ থানাধীন শোল্লা ইউনিয়নের রুপারচর সাকিনস্থ জনৈক মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কিলো-৬ এর অফিসার ও ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ও ফোর্সের সহায়তায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার ও মাদক উদ্ধার করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনার জন্য আসামী মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীসহ আরোও আশপাশের কয়েকটি বাড়ী একই সাথে ঘেরাও করা হয়।
এসময় সেখান থেকে দেশীয় চোলাই মদ তৈরী ও ক্রয় বিক্রয় কালে মামুন মিয়ার বসত বাড়ী থেকে আসামী ১। হৃদয় (২৫), পিতা- কদম আলী সাং-রুপারচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা এবং ২। রমিজ উদ্দিন (৩৫), পিতা-সাবজাল খান, সাং-রুপারচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা দ্বয়কে আটক করা হয় এসময় তাদের সঙ্গীরা পুলিশ সদস্য ও সেনা সদস্যদের উপস্থিতিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

অভিযানাকলে পলাতক আসামী মামুন মিয়ার বসতবাড়ীর রান্না ঘর সংলগ্ন চৌচালা টিনের ঘরের মধ্যে হতে ০৪টি নীল রংয়ের ড্রাম, যাহার প্রতিটিতে ২০০ লিটার করিয়া মোট ৮০০ লিটার চোলাই মদ ভর্তি, ০৪টি সাদা জারিকেন, প্রতিটিতে ২০ লিটার করিয়া মোট ৮০ লিটার চোলাই মদ, সর্বমোট ৮৮০ লিটার চোলাই মদ, মূল্য অনুমান ৮,৮০,০০০/- (আট লক্ষ আশি হাজার) টাকা, ১৫ ড্রাম চোলাই মদ তৈরির উপকরণ, যাহার প্রতিটির ভিতরে ২০০ লিটার করিয়া চোলাই মদ তৈরির উপকরন রক্ষিত, ০২টি বড় এ্যালুমিনিয়ামের পাতিল, রেগুলেটর সহ গ্যাস বার্নার ০৩টি সংযোগ পাইপ, ০৩টি খালি ড্রাম, যাহা চোলাই মদ উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ০১টি গ্যাস সিলিন্ডার, সর্বমোট ৩০০০ লিটার মদ তৈরির উপকরন এবং আসামী হযরত এর বাড়ী হইতে ০৩টি নীল রংয়ের ড্রাম, যাহার প্রতিটিতে ২০০ লিটার করিয়া মোট ৬০০ লিটার চোলাই মদ ভর্তি, ০২টি সাদা জারিকেনে প্রতিটিতে ২০ লিটার করিয়া মোট ৪০ লিটার চোলাই মদ ভর্তি, সর্বমোট ৬০০+৪০=৬৪০ লিটার চোলাই মদ, যাহার মূল্য অনুমান ৬,৪০,০০০/- টাকা, ১২ ড্রাম চোলাই মদ তৈরির উপকরণ, যাহার প্রতিটির ভিতরে ২০০ লিটার করিয়া সর্বমোট ২৪০০ লিটার মদ তৈরির উপকরন রক্ষিত, ০১টি বড় এ্যালুমিনিয়ামের পাতিল, রেগুলেটর সহ গ্যাস বার্নার ০২টি সংযোগ পাইপ, ০৩টি খালি ড্রাম, যাহা চোলাই মদ উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ০১টি গ্যাস সিলিন্ডার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, পলাতক আসামীরাসহ তারা দেশীয় চোলাই মদ অবৈধভাবে প্রস্তুত করে অধিক মুনাফার আশায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে নবাবগঞ্জ থানার পৃথক পৃথক ০৪ টি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব২০ বিশ্ব চ্যাম্পিয়ন এখন মরক্কো

নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

আপডেট সময় ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকা থেকে ১৬৪০ লিটার দেশীয় চোলাই মদ ও চোলাই মদের উপকরন, চিটা গুড় ৫,৪০০ লিটার ও মাদক তৈরীর অন্যান্য উপকরণ সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ০২ এপ্রিল সোমবার নবাবগঞ্জ থানাধীন শোল্লা ইউনিয়নের রুপারচর সাকিনস্থ জনৈক মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কিলো-৬ এর অফিসার ও ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ও ফোর্সের সহায়তায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার ও মাদক উদ্ধার করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনার জন্য আসামী মামুন মিয়া ও হযরত মিয়ার বাড়ীসহ আরোও আশপাশের কয়েকটি বাড়ী একই সাথে ঘেরাও করা হয়।
এসময় সেখান থেকে দেশীয় চোলাই মদ তৈরী ও ক্রয় বিক্রয় কালে মামুন মিয়ার বসত বাড়ী থেকে আসামী ১। হৃদয় (২৫), পিতা- কদম আলী সাং-রুপারচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা এবং ২। রমিজ উদ্দিন (৩৫), পিতা-সাবজাল খান, সাং-রুপারচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা দ্বয়কে আটক করা হয় এসময় তাদের সঙ্গীরা পুলিশ সদস্য ও সেনা সদস্যদের উপস্থিতিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

অভিযানাকলে পলাতক আসামী মামুন মিয়ার বসতবাড়ীর রান্না ঘর সংলগ্ন চৌচালা টিনের ঘরের মধ্যে হতে ০৪টি নীল রংয়ের ড্রাম, যাহার প্রতিটিতে ২০০ লিটার করিয়া মোট ৮০০ লিটার চোলাই মদ ভর্তি, ০৪টি সাদা জারিকেন, প্রতিটিতে ২০ লিটার করিয়া মোট ৮০ লিটার চোলাই মদ, সর্বমোট ৮৮০ লিটার চোলাই মদ, মূল্য অনুমান ৮,৮০,০০০/- (আট লক্ষ আশি হাজার) টাকা, ১৫ ড্রাম চোলাই মদ তৈরির উপকরণ, যাহার প্রতিটির ভিতরে ২০০ লিটার করিয়া চোলাই মদ তৈরির উপকরন রক্ষিত, ০২টি বড় এ্যালুমিনিয়ামের পাতিল, রেগুলেটর সহ গ্যাস বার্নার ০৩টি সংযোগ পাইপ, ০৩টি খালি ড্রাম, যাহা চোলাই মদ উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ০১টি গ্যাস সিলিন্ডার, সর্বমোট ৩০০০ লিটার মদ তৈরির উপকরন এবং আসামী হযরত এর বাড়ী হইতে ০৩টি নীল রংয়ের ড্রাম, যাহার প্রতিটিতে ২০০ লিটার করিয়া মোট ৬০০ লিটার চোলাই মদ ভর্তি, ০২টি সাদা জারিকেনে প্রতিটিতে ২০ লিটার করিয়া মোট ৪০ লিটার চোলাই মদ ভর্তি, সর্বমোট ৬০০+৪০=৬৪০ লিটার চোলাই মদ, যাহার মূল্য অনুমান ৬,৪০,০০০/- টাকা, ১২ ড্রাম চোলাই মদ তৈরির উপকরণ, যাহার প্রতিটির ভিতরে ২০০ লিটার করিয়া সর্বমোট ২৪০০ লিটার মদ তৈরির উপকরন রক্ষিত, ০১টি বড় এ্যালুমিনিয়ামের পাতিল, রেগুলেটর সহ গ্যাস বার্নার ০২টি সংযোগ পাইপ, ০৩টি খালি ড্রাম, যাহা চোলাই মদ উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ০১টি গ্যাস সিলিন্ডার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, পলাতক আসামীরাসহ তারা দেশীয় চোলাই মদ অবৈধভাবে প্রস্তুত করে অধিক মুনাফার আশায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে নবাবগঞ্জ থানার পৃথক পৃথক ০৪ টি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।