ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব২০ বিশ্ব চ্যাম্পিয়ন এখন মরক্কো Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম

ইউনিয়ন পরিষদ থেকে ৬০ বস্তা ভিজিএফ চাল লুট, যৌথবাহিনী উদ্ধার করল ২২ বস্তা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের ৬০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান শুরু করে।

পরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লুট হওয়া চালের ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক যুবক মেহেদী হোসেন (২২)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ১৫২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৬০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩ হাজার কেজি চাল লুট হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছিল। তবে জনসমাগম কমে গেলে দুর্বৃত্তরা সুযোগটি কাজে লাগায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল, দৌলতপুর থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় আশেপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চাল উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “লুট হওয়া চাল উদ্ধারে যৌথভাবে অভিযান চলাচ্ছে। বাকিগুলোও শিগগিরই উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। এখন পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব২০ বিশ্ব চ্যাম্পিয়ন এখন মরক্কো

ইউনিয়ন পরিষদ থেকে ৬০ বস্তা ভিজিএফ চাল লুট, যৌথবাহিনী উদ্ধার করল ২২ বস্তা

আপডেট সময় ১০:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের ৬০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান শুরু করে।

পরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লুট হওয়া চালের ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক যুবক মেহেদী হোসেন (২২)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ১৫২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৬০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩ হাজার কেজি চাল লুট হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছিল। তবে জনসমাগম কমে গেলে দুর্বৃত্তরা সুযোগটি কাজে লাগায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল, দৌলতপুর থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় আশেপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চাল উদ্ধারে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “লুট হওয়া চাল উদ্ধারে যৌথভাবে অভিযান চলাচ্ছে। বাকিগুলোও শিগগিরই উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। এখন পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”