ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন আর নেই

সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন আর নেই

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ড. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লায় নিজ বাসভবনে মেঝেতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে (মহাদেবপুর-বদলগাছী) আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আকরাম হোসেন চৌধুরী। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। আগামী নির্বাচনে আবারো দলীয় মনোনয়ন পেতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

প্রয়াত সংসদের মৃত্যু সংবাদ বিকেলের মধ্যেই ছড়িয়ে পড়ে তার নির্বাচনী আসন মহাদেবপুর ও বদলগাছী উপজেলায়। এতে শোকের মাতম বইতে থাকে দুই উপজেলাজুড়ে। নেতাকর্মীরা দূর দুরান্ত থেকে ছুটে আসেন নেতাকে শেষ বারের মতো দেখার জন্য। আকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম।

মৃত্যুর সংবাদ পাওয়ার পরই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান তার বাড়িতে। বিকেল সাড়ে ৪টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মরদেহের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। পরে সেখানে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রয়াত সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসেন বলেন, বিকেলে নওগাঁ শহরে জানাজা শেষে মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলে প্রয়াত নেতার নিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন আর নেই

আপডেট সময় ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ড. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লায় নিজ বাসভবনে মেঝেতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে (মহাদেবপুর-বদলগাছী) আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আকরাম হোসেন চৌধুরী। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। আগামী নির্বাচনে আবারো দলীয় মনোনয়ন পেতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

প্রয়াত সংসদের মৃত্যু সংবাদ বিকেলের মধ্যেই ছড়িয়ে পড়ে তার নির্বাচনী আসন মহাদেবপুর ও বদলগাছী উপজেলায়। এতে শোকের মাতম বইতে থাকে দুই উপজেলাজুড়ে। নেতাকর্মীরা দূর দুরান্ত থেকে ছুটে আসেন নেতাকে শেষ বারের মতো দেখার জন্য। আকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম।

মৃত্যুর সংবাদ পাওয়ার পরই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান তার বাড়িতে। বিকেল সাড়ে ৪টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মরদেহের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। পরে সেখানে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রয়াত সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসেন বলেন, বিকেলে নওগাঁ শহরে জানাজা শেষে মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলে প্রয়াত নেতার নিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।