ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের জোর দাবিতে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। “বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”-এর আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে একটি মাত্র মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকায় অবস্থিত হওয়ায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসা সংশ্লিষ্টদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা বলেন, “বর্তমানে সারাদেশের প্রায় ১৬ হাজার মাদরাসার যাবতীয় প্রশাসনিক কাজ একমাত্র এই বোর্ড থেকে পরিচালিত হয়, যা বাস্তবিক অর্থে অকার্যকর ও অযৌক্তিক।” তারা দাবি করেন, সাধারণ ও কারিগরি শিক্ষায় যেখানে ৯টি বোর্ড রয়েছে, সেখানে মাদরাসা শিক্ষায় মাত্র একটি বোর্ড রাখা কখনই গ্রহণযোগ্য নয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আশির দশক থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নেতৃত্বে এই দাবিতে আন্দোলন হয়েছে। বগুড়ার মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা ১৯৮৬ সালে সরকারিকরণ করা হলেও বোর্ড স্থাপনের দাবিটি এখনও বাস্তবায়িত হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বগুড়া জেলার যোগাযোগ ব্যবস্থা এবং রাজশাহী ও রংপুর বিভাগের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এখানে মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপন হলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।

এ দাবির পক্ষে তিন দফা কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে:
১. ৪ জুন থেকে ১৮ জুন ২০২৫ পর্যন্ত জনমত গঠনের লক্ষ্যে যোগাযোগ পক্ষ পালন।
২. ১৯ জুন ২০২৫ তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান।
৩. ৩ জুলাই ২০২৫ বিকাল ৩:০০টায় ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসূচি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে বগুড়ায় একটি স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের জোর দাবিতে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। “বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”-এর আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে একটি মাত্র মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকায় অবস্থিত হওয়ায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসা সংশ্লিষ্টদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা বলেন, “বর্তমানে সারাদেশের প্রায় ১৬ হাজার মাদরাসার যাবতীয় প্রশাসনিক কাজ একমাত্র এই বোর্ড থেকে পরিচালিত হয়, যা বাস্তবিক অর্থে অকার্যকর ও অযৌক্তিক।” তারা দাবি করেন, সাধারণ ও কারিগরি শিক্ষায় যেখানে ৯টি বোর্ড রয়েছে, সেখানে মাদরাসা শিক্ষায় মাত্র একটি বোর্ড রাখা কখনই গ্রহণযোগ্য নয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আশির দশক থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নেতৃত্বে এই দাবিতে আন্দোলন হয়েছে। বগুড়ার মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা ১৯৮৬ সালে সরকারিকরণ করা হলেও বোর্ড স্থাপনের দাবিটি এখনও বাস্তবায়িত হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বগুড়া জেলার যোগাযোগ ব্যবস্থা এবং রাজশাহী ও রংপুর বিভাগের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এখানে মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপন হলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।

এ দাবির পক্ষে তিন দফা কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে:
১. ৪ জুন থেকে ১৮ জুন ২০২৫ পর্যন্ত জনমত গঠনের লক্ষ্যে যোগাযোগ পক্ষ পালন।
২. ১৯ জুন ২০২৫ তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান।
৩. ৩ জুলাই ২০২৫ বিকাল ৩:০০টায় ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসূচি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে বগুড়ায় একটি স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।